
আজ মাঝরাত থেকে পাচ টাকা কমছে পেট্রোল-ডিজেলের দাম, সস্তা হচ্ছে সুরা ও
বিগত বেশ কিছুদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম সর্বকালের রেকর্ড ভেঙ্গে নতুন নতুন রেকর্ড গড়ছে। এই অবস্থায় নাজেহাল গ্রাহকদের কিছুটা স্বস্তি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচন আসন্ন, তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি, অর্থমন্ত্রী আজ রাজ্য বিধানসভায় ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ৬০,৭৮৪ কোটি টাকার সর্বমোট ব্যয়ের লেখানুদান বাজেট বা ভোট অন একাউন্ট পেশ করেন। এবং তাতেই তিনি জানান আজ মধ্যরাত থেকে পেট্রোল-ডিজেলের দাম পাঁচ টাকা কমানো হবে । কোভিড অতিমারী মোকাবিলায় এই পাঁচ টাকা সেস ধার্য করা হয়েছিল।
হিমন্ত বিশ্ব শর্মার মতে এই মূল্যহ্রাসের ফলে গুজরাটের পর আসামেই পেট্রোল- ডিজেলের মূল্য সর্বনিম্ন হবে। এই কর প্রত্যাহার করার ফলে আসাম সরকারের বৎসরে ১১০০ কোটি টাকার আমদানি হ্রাস হবে।
বলাই বাহুল্য, রাজ্যের লক্ষ লক্ষ গ্রাহক তথা সাধারন জনগন এই ঘোষণায় উপকৃত হবেন।
হিমন্ত সেই সাথে করোনাকালে মাদক দ্রব্যের উপর যে ২৫% সেস ধার্য করা হয়েছিল, সেটাও প্রত্যাহার করার ঘোষণা করেন |
অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৬৭ পৃষ্ঠার ভোট অন একাউন্ট সভায় পেশ করলে সরকার পক্ষের সদস্যরা হাততালি দিয়ে খুশি ব্যক্ত করেন।
Comments are closed.