Also read in

লক্ষ্মীপুরে ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী

রবিবার রাতে লক্ষ্মীপুর শহর থেকে এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে। তার নাম অলি উল্লাহ, বয়স ৫০ বছর। বাড়ি বাংলাদেশের চান্দঁপুর জেলার বরিশাল মহকুমার কালাকাটি গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সম্প্রতি ত্রিপুরা হয়ে ভারতবর্ষে ঢুকেছিল সে, এরপর করিমগঞ্জ হয়ে কাছাড়ে আসে এবং লক্ষ্মীপুর এলাকায় থাকতে শুরু করে।

লক্ষীপুর থানা ইনচার্জ বিমল ছেত্রী বলেন, “স্থানীয় মানুষ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলেন একজন অপরিচিত ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছে। তার ভাষা স্থানীয় বাংলা থেকে একটু আলাদা ছিল, ফলে অনেকেই সন্দেহ করেন লোকটি বাংলাদেশ থেকে এসেছে। তারা আমাদের খবর দেন এবং রবিবার সন্ধ্যাবেলা এক অভিযান চালিয়ে খুব সাবধানে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আমরা তাকে শিলচর ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিয়েছি। সেখানে আরেক দফা জিজ্ঞাসাবাদ এবং তদন্ত হবে। কবে, কী উদ্দেশ্যে ভারতবর্ষে ঢুকেছিল, এই সবকিছু যাচাই করা হবে। এছাড়া সে একাই এসেছে, না তার সঙ্গে আরও অন্যরাও ভারতবর্ষে ঢুকেছে সেটা তদন্ত হবে।”

বিভাগের আরেক আধিকারিক জানিয়েছেন, লোকটি ত্রিপুরা হয়ে ভারতবর্ষে ঢুকেছিল। জলপথে অবৈধভাবে ঢুকে করিমগঞ্জ হয়ে অসমে চলে আসে। শেষমেষ লক্ষ্মীপুরের মনিপুর সীমান্ত এলাকায় থাকতে শুরু করে। জিজ্ঞাসাবাদে হয়তো আরও অনেক তথ্য বেরিয়ে আসবে।

অতীতে বহু অবৈধ বাংলাদেশী নাগরিককে এভাবে আটক করা হয়েছে। তবে এটি এই বছরের প্রথম ঘটনা। গতবছর লকডাউনের সময় লক্ষীপুর এলাকায় বহু মায়ানমারের নাগরিক আটক হয়েছিলেন। এরা মূলত জম্মু-কাশ্মীরে বসবাসকারী, লকডাউনে কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা দেশে ফেরার জন্য কাছাড় হয়ে মনিপুরের রাস্তা ধরতে এসেছিল। এদের অনেকেই এখন শিলচর ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছে।

Comments are closed.