Also read in

কাছাড়ে পজিটিভ ১৯৪, করিমগঞ্জে ১১৬, হাইলাকান্দিতে ৪৬; চব্বিশ ঘন্টায় মেডিকেলে মৃত তিন

ধীরে ধীরে সংক্রমনের মাত্রা কমছে; কমছে পজিটিভিটির হার ও। শুক্রবার কাছাড় জেলায় সর্বমোট ১৯৪ জন ব্যক্তির দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয় । ১২,৭২৬ জনকে রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছিল, তার মধ্যে ১২৮ জনের সংক্রমণ ধরা পড়ে। বাকি ৬৬ জন আরটিপিসিআর টেস্টে শনাক্ত হন।

করিমগঞ্জে ১১৬ জন ব্যক্তির দেহে কোভিড সংক্রমণ শনাক্ত হয়। জেলায় গতকাল ৪,১৪৩ জনের কোভিড পরীক্ষা করা হয়েছিল।

হাইলাকান্দিতে ২৪ ঘন্টায় ৪৬ জন ব্যক্তির শরীরে কোন ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ৩৫৩৯ জনের কোভিড টেস্ট করা হয়েছিল।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, ১৮ জুন বিকেল পাঁচটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ জন রোগী সক্রিয় রয়েছেন। ৮৪ জন রোগী আইসিইউতে রয়েছেন, ৫১ জন রোগী রয়েছেন কোভিড ওয়ার্ডে। ১৫ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ১১২ জন রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

এর আগের ২৪ ঘন্টায় ১৮ জন রোগী করোণা সংক্রান্ত উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪ জন রোগী ছাড়া পেয়েছেন। ২ জন রোগী হোম আইসোলেশন নিয়েছেন এবং তিনজন কোভিড কেয়ার সেন্টারে ভর্তি হয়েছেন।

করোনা সংক্রমণ নিয়ে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় তিন জন রোগী মেডিক্যাল কলেজে প্রাণ হারিয়েছেন।

করিমগঞ্জ জেলার দুর্লভছড়া এলাকার বাসিন্দা ৭০ বছর বয়স্ক মুন্নি লাল বিন বিগত ১৭ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ঐদিনই অর্থাৎ ১৭ জুন রাত্র ৮-৫০ মিনিটে উনার মৃত্যু হয়।

কাছাড় জেলার রংপুর এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়স্ক হাসমা খানম লস্কর শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৪ জুন এবং ১৮ জুন ভোররাত ১২-১৫ মিনিটে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করিমগঞ্জ জেলার ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়স্ক মাসুম আহমেদ বিগত ১৪ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১৮ জুন সকাল ছয়টায় উনার মৃত্যু হয়।

Comments are closed.