
গরু পাচার নিয়ে কালাইনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি; স্থানীয়দের হাতে গরুসহ দুই জন আটক, গাড়িতে আগুন
প্রকাশ্য দিবালোকে দুই জন ব্যাক্তি গরু চুরি করতে গিয়ে কালাইনের স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। বিক্ষুব্ধ জনতা চোরেদের ব্যবহৃত একটি অল্টো গাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে দুই চোর বাপ্পন আহমেদ ও সাইদুল আহমেদকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে কালাইনের সিন্দুরা চা বাগানে। বর্তমানে ধৃত ব্যক্তিরা পুলিশের হেফাজতে রয়েছে।
সিন্দুরা চা বাগান থেকে একটি অল্টো গাড়িতে করে গরু চুরির চেষ্টা করছিল তিনজন। চোরেরা গাড়ির ভিতরে একটি গরু বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তা প্রত্যক্ষ করেন। স্থানীয় লোকজন ঘটনাটি বুঝতে পারলে চোরেরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। স্থানীয় জনতা ও তাদের ধাওয়া করতে শুরু করে। কিছুদূর গিয়ে পরিস্থিতি আশংকাজনক বুঝতে পেরে চোরেরা গাড়ি থেকে গরুটি নামানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে সুযোগ নিয়ে এলাকাবাসী তিন চোরকে আটক করে।
ডামাডোলের মধ্যে একজন চোর ঘটনাস্থল থেকে সফলভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা গবাদি পশু পাচারের কাজে ব্যবহৃত অল্টো গাড়িটিতে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে তারা পুলিশকে ডেকে দুই চোরকে তাদের হাতে তুলে দেয়।
বর্তমানে দুই চোর কালাইন থানার হেফাজতে রয়েছে। দুই গরু চোরের বাড়ি কালাইনের ভাটপাড়া এলাকায় বলে জানা গেছে।
Comments are closed.