Also read in

কাটিগড়ার বারুণী মেলায় বরাক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল শিলচরের যুবক

কাছাড়ের কাটিগড়ায় অনুষ্ঠিত বারুণী মেলায় আজ বরাক নদীতে স্নান করতে গিয়ে এক যুবকের নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। যুবকের নাম পিনাক দাস এবং তিনি শিলচরের চেংকুড়ি রোডের বাসিন্দা। বারুণী মেলায় একটি পানের দোকানের কর্মচারী হিসাবে তিনি নিযুক্ত ছিলেন।

মেলার কাছে অবস্থিত বরাক নদীতে স্নান করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন পিনাক, পুলিশকে ঘটনাটি জানানো হয়। এসডিআরএফ পুলিশের সাথে বরাক নদীতে অনুসন্ধান অভিযান শুরু করেছে কিন্তু পিনাককে এখনও খুঁজে পাওয়া যায়নি।

সাংবাদিকদের সাথে আলাপকালে দোকানের মালিকের মা বলেন, “সে আমার ছেলের পানের দোকানের কর্মচারী ছিল। আমার ছেলে তাকে বলে যে সে বাড়িতে যাচ্ছে এবং পিনাককে দোকানের খেয়াল রাখতে বলে যায়। কিছুক্ষণ পর পিনাক অন্য একজনকে দোকানের দেখাশোনা করতে বলে বরাক নদীতে স্নান করতে চলে যায়। স্নান করতে করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে।

Comments are closed.