Also read in

আসাম সরকার বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় সর্বোচ্চ মাশুল বেঁধে দিল

বেসরকারী হাসপাতাল এবং নার্সিংহোম গুলোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে, এরা মাত্রাতিরিক্ত মাশুল আদায় করছে কোভিড রোগীদের কাছ থেকে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আজ গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বেসরকারি হাসপাতাল নার্সিং হোম গুলোতে মাসুলের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া।

সুপার স্পেশালিটি হাসপাতাল সাধারণ ওয়ার্ডে কোভিড চিকিৎসার জন্য দিনে সর্বাধিক ৫০০০ টাকা নিতে পারবে। সেই ভাবে সাধারণ হাসপাতালের জেনারেল ওয়ার্ডের রোগীদের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ৪০০০ টাকা নেওয়া যাবে।

সুপার স্পেশালিটি হাসপাতালে কোন রোগী কেবিনে থাকলে তার দৈনিক খরচা ৬৫০০ টাকার বেশি হবে না। আই সি ইউ তে থাকলে ১০,০০০ টাকা এবং ভেন্টিলেশন সহ আইসিইউতে থাকলে ১৫,০০০ টাকা।

সাধারণ হাসপাতালের ক্ষেত্রে ক্যাবিনে থাকলে সর্বোচ্চ ৫,০০০ টাকা, আইসিইউতে ৯,০০০ টাকা এবং ভেন্টিলেশন সহ আইসিইউতে ১২,০০০ টাকা পর্যন্ত নেওয়া যাবে। এই অংকের ভেতরে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার ও বেশ কিছু খরচাও ধরা হয়েছে। এই নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখিত দৈনিক মাসুলের ভিতরে রয়েছে রেজিষ্টেশন’ চার্জ, পিপিই কিট চার্জ, বেড চার্জ বোর্ডিং চার্জ, নার্সিং চার্জ, কনসালটেশন চার্জ, অ্যানাস্থেটিক চার্জ , সার্জন চার্জ, ব্লাড ট্রান্সফিউশন চার্জ, অক্সিজেন চাৰ্জ, প্রটোকল অনুযায়ী ঔষধপত্র, প্যাথলজি এবং রেডিওলজি, এক্সরে, আলট্রাসনোগ্রাফি প্রভৃতি। তবে সিটিস্ক্যান, হার্ট সিটি স্ক্যান প্রভৃতি পরীক্ষা তথা উচ্চমূল্যের ওষুধ যেমন রেমডেসিভির প্রভৃতির জন্য আলাদা মূল্য নেওয়া যাবে। এছাড়া অন্যান্য জটিল রোগ যেমন কিডনি, ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস প্রভৃতি যদি সাথে থাকে তবে অতিরিক্ত চার্জ নেওয়া যাবে।

বেসরকারি হাসপাতালগুলোতে যাতে জনগণ করোনা ভ্যাকসিন নিতে পারে তার ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এর জন্য হাসপাতালগুলোকে তিন মাসের জন্য সুদবিহীন ঋণ দেবে সরকার। তবে এই ভ্যাকসিন গুলো বিনামূল্যে হবে না, এর জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে।

ঐ সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান যে, কোভ্যাকসিন এর অপ্রতুলতার জন্য যারা এর প্রথম ডোজ নিয়েছেন তাদেরকেই শুধু দ্বিতীয় ডোজ হিসেবে এখন এটা দেওয়া হবে। প্রথম ডোজ হিসেবে কোভিশিল্ড দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, কাছাড় সহ রাজ্যের পাঁচটি জেলায় টিকাকরণ কর্মসূচি জোরদার ভাবে চালানো হবে।

Comments are closed.