Also read in

আসাম রাইফেলস ও বড়খলা পুলিশের যৌথ অভিযানে এনামুল হকের বাড়ি থেকে ১৮০ 'জেলাটিন স্টিক' ও ১৮০ 'ডিটোনেটর' বাজেয়াপ্ত

ভাঙ্গারপাড় চতুর্থ খণ্ডের এনামুল হকের বাড়ি থেকে বিস্ফোরক ‘গেলাটিন স্টিক’ ও ‘ডিটোনেটর’ উদ্ধার করা হয়েছে। আজ ৩৭ আসাম রাইফেলসের সুবেদার ধনিরাম গগৈ বড়খলা থানার অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে এক অনুসন্ধান অভিযান চালিয়ে এই বিস্ফোরক পদার্থ আটক করেছেন বলে জানা যায়। অভিযানে এনামুলের বাড়ি থেকে ১৮০ টি ‘জেলাটিন স্টিক’ ও ১৮০টি ‘ডিটোনেটর’ আটক করা হয়েছে। আসাম রাইফেলস ও বড়খলা পুলিশের যৌথ বাহিনী অভিযানে এনামুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়।

এনামুল হক বড়খলা নির্বাচন চক্রের অধীনস্থ ভাঙ্গারপাড় চতুর্থ খন্ডের বাসিন্দা আব্দুল আজিজের পুত্র বলে জানা যায়।

সূত্র থেকে পাওয়া খবরে জানা যায়, ধনিরাম গগৈ তার নিজস্ব কোনও একটি সূত্র থেকে এই খবরটি জানতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি পুলিশ স্টেশনে যান এবং এনামুল হকের বাড়ি থেকে বিস্ফোরক পদার্থ খুঁজে পাবার সম্ভাবনার সম্পর্কে পুলিশ কর্মকর্তাকে অবহিত করেন। এরপরই এই যৌথ অভিযানের পরিকল্পনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এনামুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বর্তমানে হককে জিজ্ঞাসাবাদ করছে এবং বিষয়টির তদন্ত চলছে বলে জানা যায়।

Comments are closed.

error: Content is protected !!