Also read in

মোটর সাইকেলের চাকায় আঁচল ফেঁসে পড়ে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের মাসকম বিভাগের ছাত্রী

মোটর সাইকেলের চাকায় আঁচল ফেঁসে পড়ে গিয়ে প্রাণ হারালেন অসম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রী সংবৃতি পুরকায়স্থ। শুক্রবার সন্ধ্যেবেলা লিও ক্লাবের অনুষ্ঠানে অংশ নিতে শিলচরের ইলোরা হোটেলে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাসপাতাল রোডে দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের বাসিন্দা সংবৃতি পুরকায়স্থ আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রী। ঘটনাটি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটেছে। অনুষ্ঠানে যাবেন বলে শাড়ী পড়েছিলেন তিনি, বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রায় সাতটা নাগাদ অনুষ্ঠান শেষ হয়। এরপর তার এক সহযোগী তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাইকে করে নিয়ে রওয়ানা হন। অম্বিকাপট্টি পয়েন্ট পেরিয়ে আসার পর কিছুটা অসুবিধা বোধ করেন সংবৃতি পুরকায়স্থ।

ইশারার মাধ্যমে বাইক চালক বন্ধুটিকে বলার চেষ্টা করছিলেন তিনি, তবে স্পষ্ট করে বলতে পারেননি। ততক্ষনে তার আঁচল বাইকের চাকায় লেগে গেছে। হাসপাতাল রোড এলাকায় বাইক থেকে পড়ে কিছুটা এলাকা ছেঁচড়ে যান তিনি। এতে মাথায় চোট পান এবং অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর তার সহযোগীরা এসে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সহযোগীরা জানিয়েছেন রাস্তায় হঠাৎ করে জোরে শ্বাস ছাড়েন সংবৃতি। হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এতে তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশের তরফে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে বাইকের চাকায় আঁচল ফেঁসে যাওয়ায় পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সংবৃতি । এতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মৃতদেহের ময়না তদন্ত চলছে, তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ কি।

Sangbritee Purkayastha is in blue at the Leo event on November 13. Little did she know that this would be her last set of pictures

Comments are closed.

error: Content is protected !!