উঁচু গাছে আটকা পরা মৌমাছির কামড়ে আহত তিন যুবককে উদ্ধার করেছে এসডিআরএফ বাহিনী, দু'জনের অবস্থা আশঙ্কাজনক
মৌমাছির কামড়ে গুরুতরভাবে আহত হলেন তিন ব্যক্তি। গাছ থেকে মধু নামাতে গিয়ে এই বিপত্তি। ঘটনাটি ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত লারছিং চা বাগানে। আহত ব্যক্তিরা হলেন লারছিং পাড়ের ৩২ বছর বয়সী সহিত রাজবংশী, ৩৮ বছর বয়সী মোহিত গোস্বামী ও ২১ বছর বয়সী প্রমেশ শর্মা।
জানা গেছে, রবিবার বিকেল চারটার সময় সহিত রাজবংশী লারছিং চা-বাগানের গেটের সামনে অবস্থিত গাছের মধ্যে মৌমাছির বাসা দেখতে পায়। সেখান থেকে মধু সংগ্রহের উদ্দেশ্যে সহিত রাজবংশী ও প্রমেশ শর্মা খুব উঁচু গাছের উপরে উঠে। মৌচাকে হাত দিতেই মৌমাছিরা কামড় মারতে শুরু করে। কামড় খেয়ে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যাওয়ার সময় প্রমেশ শর্মা তাকে ঝাপটা দিয়ে ধরে নেয়। এই অবস্থায় গাছের সঙ্গে বেঁধে রাখে তাকে।
এদিকে তাদের দুজনকে উদ্ধার করার জন্য এই গ্রামেরই মোহিত গোস্বামী গাছে চড়ে। কিন্তু গাছের উপরে উঠতেই তার ওপরও আক্রমণ চালায় মৌমাছির দল। এই অবস্থায় তিনজনই গাছের উপর আটকা পড়ে যায়। সঙ্গে সঙ্গে শিলচর থেকে এসডিআরএফ বাহিনীকে খবর পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এসডিআরএফ’র দল।
দলটি যুদ্ধকালীন তৎপরতায় এই তিন যুবককে উদ্ধার করতে অভিযান চালায়। শেষ পর্যন্ত তাদের অভিযানে তারা সফল হয় এবং তিনজনকে উদ্ধার করে। তাদেরকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
Comments are closed.