Also read in

শিলচর পলিটেকনিকে ছাত্ৰ সংসদ নিৰ্বাচনে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জ

ছাত্ৰ সংসদের নিৰ্বাচনকে কেন্দ্ৰ করে শিলচর পলিটেকনিকে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷পরিস্থিতি সামাল দিতে আরক্ষীর লাঠিচালনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। এদের মধ্যে একজন ছাত্রের অবস্থা সংকটজনক বলে জানা গেছে ৷

শিলচর পলিটেকনিক কলেজে আজ ছিল ছাত্ৰ সংসদ নিৰ্বাচন ৷ দ্বিপ্রহরে নিৰ্বাচনী ফলাফল ঘোষণার পরপরই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে কলেজ চৌহদ্দি ৷ছাত্ৰদের দুই দলের মধ্যে নিৰ্বাচনী ফলাফল নিয়ে শুরু হয় আক্ৰোশ, আরম্ভ হয় মারপিট ৷এক পক্ষ অন্য পক্ষের দিকে পাথর নিক্ষেপ শুরু করে ৷ এই মারপিটের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে।

এই উত্তেজনা কর পরিস্থিতির খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ বাহিনী ৷কিন্তু মারমুখি ছাত্রদেরকে সামাল দিতে প্ৰথম অৱস্থায় ব্যাৰ্থ হয় আরক্ষী ৷ এরপর আরক্ষী লাঠি চাৰ্জ করে পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনে ৷ যদিও কাছাড়ের পুলিশ অধীক্ষক লাঠিচার্জের কথা অস্বীকার করেছেন, তবে বরাক বুলেটিনের কাছে লাঠিচার্জের ফুটেজ রয়েছে।

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন হলেও কলেজ চত্বরে চাঁপা উত্তেজনা বিরাজ করছে । স্থানীয় পুলিশ বাহিনীর সাথে সিআরপিএফ ও মোতায়ন করা হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!