Also read in

কাছাড়ে ১২৫ জন কোভিড পজিটিভ, গত ২৪ ঘন্টায় মেডিক্যাল কলেজে মৃত্যু পাঁচ, ১৫ জনের অবস্থা গুরুতর

কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কাছাড়ে এখন পর্যন্ত ১২৫ জন ব্যক্তি কোভিড পজিটিভ হয়েছেন। এর মধ্যে ৯০ জনকে রেপিড এন্টিজেন টেস্ট কিট ব্যবহার করে পরীক্ষা করা হয়েছে। প্রশাসন আজ রেপিড এন্টিজেন টেস্ট কিট ব্যবহার করে ১০৬৩ জনের পরীক্ষা করেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, একসময় প্রশাসন প্রতিদিন তিন হাজারেরও বেশি কোভিড টেস্ট করেছে। তবে বেশ কয়েকজন ল্যাবরেটরি টেকনিশিয়ান নিজেরাই কোভিড পজিটিভ সংক্রামিত হওয়ায় এ ক্ষেত্রে কিছুটা অসুবিধার সৃষ্টি হয়েছে। তাছাড়া কাছাড়ে কিটেরও অভাব রয়েছে বলে জানা গেছে।

এদিকে শিলচর মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের দ্বারা ৭৬,৯৮০ টি সেম্পোল পরীক্ষা করা হয়েছে বলে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ড: ভাস্কর গুপ্ত জানিয়েছেন। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় শিলচর মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে ৩২ জন রোগীকে ভর্তি করা হয়েছে এবং ১২ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন।

কোভিড ওয়ার্ডের পরিস্থিতি সম্পর্কে ডঃ গুপ্ত আলোকপাত করে জানান, ২৫৬ রোগী এ পর্যায়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৬ জন রোগী আইসিইউতে রয়েছেন। দুজন ভেন্টিলেটরে এবং ১৫ জন রোগীর অবস্থা গুরুতর বলে তিনি উল্লেখ করেন।

উপাধ্যক্ষ আরো জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে ৫ জন কোভিড পজিটিভ রোগী হাসপাতালে মারা গিয়েছেন। এর মধ্যে তিনজন কাছাড়ের এবং করিমগঞ্জ ও হাইলাকান্দির একজন করে।

এদিকে এধরনের উদ্বেগজনক পরিস্থিতিতে এসএম দেব সিভিল হাসপাতালের চিকিৎসকরা মনোবল বাড়াতে রোগীদের সঙ্গে মিলে আজ গাইলেন “উই শ্যাল ওভারকাম”।

https://www.youtube.com/watch?v=_XCXt57jhrA

Comments are closed.