Also read in

কাছাড়ের সোনাবাড়ীঘাট থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, একজন মহিলাসহ দুই পাচারকারী গ্রেফতার

কাছাড়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে। কাছাড় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাছাড় জেলার সোনাবাড়ীঘাট বাইপাসে একটি ওয়াগন আর গাড়ি থেকে ৩৩টি সাবানের বাক্সে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। চিনু বেগম লস্কর ও শাহরুখ হোসেন লস্কর নামে দুই পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। দুজনেই লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের রূপাইবালির বাসিন্দা। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

কাছাড়ের এসপি নুমাল মাহাত্তো সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, “জব্দ করা মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। বর্তমানে অভিযান চলছে এবং আমরা ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধীদেরও ধরার চেষ্টা করছি। চোরাকারবারীরা অন্য রাজ্য থেকে এসে‌ এখানে মাদক বিক্রির চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করি।”

তিনি আরো বলেন, “ঘটনার সাথে জড়িত চিনু বেগম লস্কর ও শাহরুখ হুসেন লস্কর নামে দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনেই বাঁশকান্দির রূপাইবালি এলাকার বাসিন্দা। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।”

Comments are closed.