কাছাড়ে একদিনে সর্বোচ্চ ৪০৪ সংক্রমণ, মেডিকেল কলেজে মৃত ৪
কাছাড় জেলায় কোভিড সংক্রমণ আবার এক নতুন রেকর্ড সৃষ্টি করলো রোববার। একই দিনে সর্বোচ্চ ৪০৪ জন ব্যক্তির দেহে করণা সংক্রমণ ধরা পড়ে। এরমধ্যে ১৭৪ জনের দেহের সংক্রমণ আরটিপিসিআর পরীক্ষায় ধরা পড়ে এবং বাকি ২৩০ জনে রেপিড অ্যান্টিজেন টেস্টে। রাজ্যস্তরে যেখানে ৮.৫১ শতাংশ পজিটিভিটির হার, সেখানে জেলার হার দাঁড়িয়েছে ১৩.৬ শতাংশ যা বিপদজনক।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার পর্যন্ত ২২১ জন রোগী কোভিড ওয়ার্ডে রয়েছেন; যার মধ্যে ৮৯ জন আইসিইউতে এবং ১৯ জন ভেন্টিলেটর সাপোর্টে, ৯৫ জন অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তবে স্বস্তির কথা, ঐ দিন ১৮ জন রোগী ভর্তি হয়েছেন আর ২৯ জন রোগী ছাড়া পেয়েছেন।
মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সন্ধ্যা পর্যন্ত এর আগের ২৪ ঘন্টায় ৪ জন ব্যক্তি করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু মুখে পতিত হয়েছেন। এরা হলেন,
১) বাপ্পা রায় (৪৩) বড়জালেঙ্গা, কাছাড় জেলা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বিগত ১৫ মে, শনিবার ভর্তি করা হয়েছিল। ঐদিনই রাত এগারোটা কুড়ি মিনিটে মারা যান।
২) শিবানী দাস (৬৬), শ্রীমা পল্লী, কলেজ রোড শিলচর । শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিগত ১০ মে। রোববার সকাল ৭টা ৪০ মিনিটে মারা যায়।
৩) হরিদাস রায় (৭৫), শালগঙ্গা, কাছাড় জেলা। রোববার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সকাল আটটা চল্লিশ মিনিটে তার মৃত্যু হয়।
৪) সজল কান্তি মালাকার (৪৮), তারাপুর, শিলচর। ১৪ ই মে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । রোববার সকাল ১১টা ১৫মিনিটে মারা যায়।
তবে উপত্যকার অন্য দুই জেলায় সংক্রমণের হার তত বৃদ্ধি পায়নি। রোববার করিমগঞ্জ জেলায় ৬২ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে, সেখানে হাইলাকান্দি জেলায় ৭৬ জন সংক্রমিত হয়েছেন।
Comments are closed.