Also read in

করোনা ভাইরাসে আক্রান্ত কাছাড়ের পুলিশসুপার বিএল মিনা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কাছাড় জেলার পুলিশ সুপার বিএল মিনা। সম্প্রতি রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে সোয়াব স্যাম্পল পরীক্ষা করান, এতে তার ফল পজিটিভ আসে। তিনি জানিয়েছেন, তার কোন বাহ্যিক উপসর্গ নেই; অর্থাৎ তাকে অ্যাসিম্পটোমেটিক বলা হয়েছে। নিয়ম অনুযায়ী ধাপে ধাপে জেলার প্রত্যেক স্তরের পুলিশ আধিকারিকদের পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১০০ জনের বেশি আধিকারিক পজিটিভ হয়েছেন এবং অনেকেই সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন।

বরাক বুলেটিনের সঙ্গে আলাপচারিতায় বিএল মিনা বলেন, “দায়িত্ববান পুলিশ আধিকারিক হিসেবে আমরা প্রত্যেকেই পরীক্ষা করিয়ে নিচ্ছি। এতে জেলার শতাধিক পুলিশ আধিকারিকের কোভিড পজিটিভ হওয়ার খবর সামনে এসেছে। আমরা ধরে নিয়েছি প্রত্যেকেই আক্রান্ত হয়েছেন, রেজাল্ট পজিটিভ আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। আমরা একেবারেই ঘাবড়ে যাচ্ছি না, কারণ প্রত্যেকে সুস্থ হয়ে ফিরছেন। আমি এই কয়েকদিন নিয়ম অনুযায়ী ঘরেই থাকবো, কিন্তু ঘরে বসেই কাজ চলবে।

এর আগে সদর থানার ওসি দিতুমনি গোস্বামী সহ অনেকেই পজিটিভ হয়েছেন। দিতুমনি গোস্বামী সুস্থ হয়ে ফেরার পর জানিয়েছেন, তিনি প্লাজমা দান করতে ইচ্ছুক। পুলিশ বিভাগের অনেকেই স্বেচ্ছায় প্লাজমা দান করতে ইচ্ছুক রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Comments are closed.