
নৈশ ক্রিকেটে কালিবাড়ি চরে উত্তেজনা, দুপক্ষের মারামারি, পাথর নিক্ষেপ, ছুরিকাবাতে গুরুতর আহত এক
শিলচরের উপকণ্ঠে মধুরবন্দের কাছাড় স্পোর্টিং ক্লাব মাঠে টাইটানস ক্লাব আয়োজিত সেভেন-এ- সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টে ঘটে গেল বিপত্তি। নৈশ ক্ৰিকেট খেলাকে কেন্দ্ৰ করে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। ছুরির আঘাতে গুরুতর আহত হয় এক যুবক। তারপর শুরু হয় পাথর নিক্ষেপ। শেষমেষ ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী ৷
প্রাপ্ত তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন আজ রাত দশটা নাগাদ স্থানীয় সুভাষ দাস নামের একজন যুবককে অপরিচিত এক যুবক ছুরি দিয়ে আঘাত করে।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয়
তুমুল সংঘৰ্ষ ৷ একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে।
ঘটনার খবর পেয়ে প্রায় সাথে সাথেই উপস্থিত হয় বিশাল পুলিশ এবং সিআরপিএফ বাহিনী।
আরক্ষী বাহিনী অকুস্থলে উপস্থিত হয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং আহত যুবক সুভাষ দাসকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পাথর নিক্ষেপের ঘটনায় একজন পুলিশ কর্মী ও আহত হয়েছেন বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে তবে এলাকাটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এক পক্ষের অভিযোগ যে সুভাষ দাসকে ছুরিকাঘাতে করা যুবকটি আয়োজক কমিটির সদস্য।
Comments are closed.