Also read in

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার এবং ৬১ বছর বয়স্ক রোগী কোভিড পজিটিভ

আজকের রিপোর্ট আসার পর কাছাড় জেলা প্রশাসন এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিকরা বলছেন “আমরা চিন্তিত”। ৬১ বছর বয়স্ক রংপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সুকৃতি পালকে আজ ইনফ্লুয়েঞ্জার (ILI – influenza Like Illness) লক্ষণ সহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

“এই মহিলার সাম্প্রতিককালে কোন ভ্রমণ বৃত্তান্ত নেই এবং তিনি নিজে হাসপাতালে এই লক্ষণ নিয়ে আসেন। যেহেতু তার লক্ষণ সমূহ কোভিডের সাথে মিলে গিয়েছিল, তাই ডাক্তাররা কোভিড টেস্ট করার জন্য প্রেসক্রাইব করেন। রিপোর্ট আসলে দেখা যায় তিনি কোভিড-১৯ আক্রান্ত। ” জানান জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী।

তিনি আরো জানান যে, ঐ মহিলার পরিবারের সবাইকে সাথে সাথে আইসোলেশনে রাখা হয়েছে এবং সবার কোভিড টেস্ট করা হবে। তদুপরি যে সকল ব্যক্তিরা এই মহিলার সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও খুঁজে বের করা হচ্ছে।

আজকে শনাক্ত হওয়া অপর এক রোগী হচ্ছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেরই ফরেনসিক মেডিসিন বিভাগের জিডিএমও ডঃ ওরিনা রাহা। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসলে তিনি আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন।

” উনার চিকিৎসা শুরু হয়ে গেছে এবং আমরা উনার গাড়ির চালককে ও আইসোলেশনে রেখেছি। উনার কোন ভ্রমণ বৃত্তান্ত নেই”, জানান সুমন চৌধুরী।

এই দুজন ছাড়াও মাসিমপুর ক্যান্টনমেন্টে থাকা ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মীর ও আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে।

এ পর্যন্ত কাছাড় জেলায় তিন জনকে আজকের দিনে কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

Comments are closed.