Also read in

শিলচরের রংপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ড; দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনল

আজ বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ শিলচর শহরের রংপুর এলাকার একটি আবাসিক ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। রংপুর পুলিশ টহল চৌকি (পেট্রোল পোস্ট) এর ঠিক বিপরীতে, রংপুর ২য় খন্ডের মোহাম্মদ কাজল হোসেন বড়ভূইয়ার বাড়িতে আগুন লেগেছিল।

স্থানীয়রা জানায়, বাড়ির পেছনের গোডাউন থেকে প্রথমে আগুন বের হতে দেখেন তারা। বড়ভূইয়া, যার জিরিবামে একটি ব্যবসা রয়েছে, তার নিজের রংপুরের বাড়িতে রাবার মজুত করে রাখেন।

আগুন দেখার সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের উৎস বা কারণ এখনো জানা যায়নি।

বড়ভুইয়া বলেছেন যে, তার ভাড়াটের একটি স্যান্ট্রো গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং তার নিজের মারুতি সুজুকি সুইফ্ট আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া তিনি যে ঘরে রাবার ও কাঁচামাল মজুদ করেন, তা আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

“আমি আমার বাড়িটি ওই গোডাউন থেকে আলাদা করে রেখেছিলাম এবং এটি আমাদের বাঁচিয়েছে। না হলে আরও বিপজ্জনক ঘটনা ঘটতে পারত। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রচেষ্টার জন্য আমি দমকল কর্মী এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই। সেই ছোট ঘরে কাঁচামাল, অপ্রক্রিয়াজাত রবার, রাবারের টুকরা মজুত করা ছিল,” বড়ভূইয়া জানান।

Comments are closed.

error: Content is protected !!