
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দেশবন্ধু রোড, শিলচর শাখায় আগুন
উদ্বেগজনক খবর এসে পৌঁছেছে দেশবন্ধু রোড, শিলচর এলাকা থেকে । ঐ স্থানে থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিল্ডিং থেকে ধোঁয়া বেরোচ্ছে। ইতিমধ্যে দমকলের দুটো ইঞ্জিন অকুস্থলে পৌঁছেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় লোকেরা ঐ ভবন থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন সন্ধা প্রায় ছয়টা নাগাদ। ঐ শাখার কর্মীরা ততক্ষণে কাজ সেরে বেরিয়ে পড়েছেন।
আমাদের প্রতিনিধি ঐ স্থান থেকে জানাচ্ছেন যে, “এই ভবনটি বন্ধ থাকায় ঠিক কোন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে তা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তাই ঠিক কোন জায়গায় আগুন লেগেছে তা ঠাহর করা মুশকিল হচ্ছে। পুলিশের লোকেরা রাস্তা থেকে লোকজন এবং যানবাহন সরিয়ে দিয়েছেন এবং দমকল কর্মীরা ওই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করেছেন। এর বেশি এই মুহূর্তে কিছু জানানো সম্ভব হচ্ছে না,” জানালেন আমাদের প্রতিনিধি।
তারাপুর এলাকায় থাকা দমকলের অফিস থেকে দুটো ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং সক্রিয় রয়েছে , প্রয়োজনে আরো ইঞ্জিন কাজে লাগানো হবে।
Story to be updated:
Comments are closed.