Also read in

উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিযুক্ত হলেন সিরাজুল আলী এইচএস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী

২১শে ফেব্রুয়ারী, ২০২৩-এ আসামের উচ্চ শিক্ষার সঞ্চালক, ধর্মকান্ত মিলি শিলচরের মহিলা কলেজের গভর্নিং বডি পুনর্গঠনের আদেশ জারি করেন।এই আদেশে সিরাজুল আলী এইচএস স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি (শিক্ষাবিদ) হিসাবে পাঁচ বছরের মেয়াদের জন্য নিযুক্ত হন ।

বুদ্ধদেব চৌধুরী একজন দক্ষ অধ্যক্ষ হিসাবে এবং শক্তিশালী সাংগঠনিক ক্ষমতার জন্য স্বীকৃত। তিনি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী ৷ উপরন্তু চৌধুরী অল আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির জেলা সম্পাদক এবং রাজ্য সহ-সভাপতি হিসাবে কাজ করেছেন।

তদুপরি, চৌধুরী বরাক উপত্যকার প্রথম বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শিলচর কলেজ অফ এডুকেশন’ এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, । তিনি এর আগে কলেজের ম্যানেজিং কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থার সম্পাদকও ছিলেন।

Comments are closed.

error: Content is protected !!