করিমগঞ্জের সীমান্ত দিয়ে ২১ বাংলাদেশীকে ফেরত পাঠাল ভারত
জন মহিলা সমেত সর্বমোট ২১ জন বাংলাদেশী নাগরিককে সুতারকান্দি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হল আজ। নির্ধারিত শাস্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই প্রত্যর্পণের ব্যবস্থা করা হয়। এরা সকলেই বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। ভারত-বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকলেও দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের সমঝোতার মাধ্যমে এটা হল তৃতীয় প্রত্যর্পন। গত তিন বছরে এই নিয়ে সর্বমোট ৫৫ জনকে বাংলাদেশ ফিরিয়ে নিল।
আজকের ফেরত পাঠানো ২১ জনের মধ্যে একজন হিন্দু এবং বাদবাকি সবাই মুসলিম ধর্মের লোক। এদের মধ্যে পনেরো জনকে করিমগঞ্জ জেলা থেকে এবং বাকি ছয়জনকে কাছাড় জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল। নির্দিষ্ট সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিগণ কাছাড়ের শিলচরের সেন্ট্রাল জেলে বন্দী অবস্থায় ছিল। আজ কাছাড় এবং করিমগঞ্জ প্রশাসনের যৌথ উদ্যোগে সাতসকালে এদেরকে নিয়ে যাওয়া হয় করিমগঞ্জে এবং বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পাদন ক্রমে সুতারকান্দি সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, পূর্ববর্তী সময়ে অনুপ্রবেশকারীদের’ শনাক্ত করে বাংলাদেশে পুশব্যাকের মাধ্যমে ফেরত পাঠানো হতো যা বাস্তবসম্মত ছিল না এবং ফলত কার্যকরী হয়নি । বর্তমানে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে নাগরিকদের প্রকৃত বাসস্থান সম্বন্ধে নিশ্চিত হয়েই এই প্রত্যর্পণ কার্যসূচি সম্পন্ন হচ্ছে।
Comments are closed.