বরাক উপত্যকায় সংক্রমণ ধীরে ধীরে কমছে, মেডিকেলে মৃত ৩
শুক্রবার বরাক উপত্যকায় সর্বমোট ৪৬৪ জনের দেহে শনাক্ত হয় করোনা ভাইরাস; বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫১১ ।
শুক্রবার কাছাড়ে ৩১৬ জনের শরীরে শনাক্ত হয় করোনা সংক্রমণ। এর মধ্যে রেপিড অন্টিজেন টেস্টে ২৬১ জন এবং আরটিপিসিআর পরীক্ষায় ৫৫ জন ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। জেলায় কোভিড সংক্রমণ সোমবারে ছিল ৫২৮, মঙ্গলবারে ৪০২, বুধবারে ৩১৭, বৃহস্পতিবারে ৩৫৮ । বৃহস্পতিবারে সামান্য বৃদ্ধি পেলেও মোটামুটি ধীরে ধীরে কমছে এই সংক্রমণ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এখন ২৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৮৮ জন রয়েছেন আইসিইউ ওয়ার্ডে এবং সাধারন ওয়ার্ডে রয়েছেন ১৭৫ জন। ২৮ জন ভেন্টিলেশনে রয়েছেন এবং ১৩২ জনকে অক্সিজেনের সাহায্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে । বৃহস্পতিবার ৩৬ জন আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ২৮ জন চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে গেছেন।
করিমগঞ্জ জেলায় সংক্রমিতের সংখ্যা সামান্য কিছুটা বেড়েছে শুক্রবার। বুধবারের সংখ্যা ছিল ৮৫, বৃহস্পতিবার ৭১। শুক্রবারে করিমগঞ্জ জেলায় ৮৩ জনের দেহে জনের দেহে কোভিড সংক্রমণ শনাক্ত হয়।
হাইলাকান্দি জেলায় সংক্রমণ বুধবার বেড়ে হয়েছিল ১১০ , বৃহস্পতিবার শতকের কোঠার নিচে এসে দাঁড়ায় ৮২। শুক্রবারে তা আরো কমে হয় ৬৫।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় তিন জন রোগীর মৃত্যু হয়েছে। এই তিনজন রোগীই কাছাড় জেলার।
শিলচর শহরের পাবলিক স্কুল রোডের বাসিন্দা ৮৫ বছর বয়স্ক মনোরঞ্জন পাল পুরকায়স্থ হাসপাতলে ভর্তি হয়েছিলেন ৩১শে মে এবং তিনি তিসরা জুন রাত ৯:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । কাছাড় জেলার অরুণাচল, কুমারপাড়া এলাকার ৬১ বছর বয়স্ক ধীরেন্দ্র দেব শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২রা জুন। তিনি পরদিন অর্থাৎ ৩রা জুন রাত ১০:৩০ মিনিটে মৃত্যুমুখে পতিত হন।
তৃতীয় হচ্ছেন তারাপুর শিববাড়ি রোডের ৭৬ বছর বয়স্ক কে কে দেবদাস সিংহ। উনি গত ২৯ শে মে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৪ জুন সকাল পাঁচটা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Comments are closed.