সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত, বরাক উপত্যকায় পাশের হার ৯৭.৪৬ শতাংশ
সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় সোমবার এবং এতে বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা ভালো প্রদর্শন করেছে। বরাক উপত্যকার তিন জেলায় মোট ২৫ টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, এছাড়া রয়েছে সিবিএসসি বোর্ডের অধীনে থাকা কয়েকটি বিদ্যালয়। উপত্যকার তিন জেলা থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের অধীনে ৯৮৫ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৯৬০ জন, পাশের হার ৯৭.৪৬ শতাংশ। উপত্যকার কেন্দ্রীয় বিদ্যালয় কমিশনার এই খবরটি জানিয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজ্ঞান শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি’র অরুনাংশু রায়, তার প্রাপ্ত নম্বর ৪৮২। বাণিজ্য শাখার টপার হয়েছে করিমগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী বিদিতা হালদার, তার প্রাপ্ত নম্বর ৪৭৮। মনস্তত্ত্ব বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, মাসিমপুরের গঙ্গোত্রী দাস, তার প্রাপ্ত নম্বর ৪৮৯।
এছাড়া শিলচরের মহর্ষি বিদ্যামন্দিরে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখায় পাশের হার একশ শতাংশ। কলা শাখায় ৩৮ জন, বিজ্ঞান শাখায় ৪৮ জন এবং বাণিজ্য শাখায় ৪৪ জন ছাত্র-ছাত্রী এবার পরীক্ষায় বসেছে। বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে কল্যাণব্রত কর, কলা শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে অরুন্ধতী দত্ত এবং বাণিজ্য শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে শুভম তরাত।
শিলচরের ডন বস্কো বিদ্যালয়ের ১০১ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিল। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১৬ জন, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৪৮ জন এবং ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২৬ জন।
Comments are closed.