Also read in

চব্বিশ ঘন্টায় বরাকে আক্রান্ত ৫৬৯, মেডিক্যালে মৃত্যু তিন

বুধবার সর্বকালীন রেকর্ডের পর বৃহস্পতিবার বরাক উপত্যকায় সর্বমোট ৫৬৯ জন কোভিড আক্রান্ত হয়েছেন। মেডিক্যাল কলেজে মৃত্যুমুখে পতিত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার কাছাড়ে কোভিড পজিটিভ হয়েছেন ৩৩৩ জন। এরমধ্যে রেপিড এন্টিজেন টেস্টে ২৭৮ জন এবং আরটিপিসিআর পরীক্ষায় ৫৫ জনের শরীরে থাকা সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত ৫৭৭৬ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং ৩৯২৪ জন সুস্থ হয়েছেন।

সীমান্ত জেলা করিমগঞ্জে বৃহস্পতিবার ৩১৮৫ জনের সোয়াব পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন; ঐদিন ১১৫ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে করিমগঞ্জ জেলায় পাঁচটি কনটেইনমেন্ট জোন রয়েছে।

হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। রেপিড এন্টিজেন টেস্টে ৯১ জন এবং আরটিপিসিআর টেস্টে পজিটিভ হয়েছেন ১১ জন। ঐদিন ১০৬ জন করোনা মুক্ত হয়েছেন।

 

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এর আগের চব্বিশ ঘন্টায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। এর মধ্যে রয়েছেন শিলচর শহর সংলগ্ন মাসিমপুরের বিশিষ্ট ব্যবসায়ী ৪৯ বছর বয়স্ক জাহান আহমেদ লস্কর ওরফে সোহেল। তিনি মা, স্ত্রী এবং এক পুত্র সন্তান রেখে গেছেন। তিনি গত ১৮ মে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং কুড়ি তারিখ বিকেল ২-৩০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মাসিমপুরের অপর এক যুবক রূপক পালও বৃহস্পতিবার করোনা সংক্রমণে প্রাণ হারান শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তিনি বুধবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং বৃহস্পতিবার দুপুর একটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঐদিন তৃতীয় মৃত ব্যক্তি হলেন কৃষ্ণ কানু। কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির ডার্বি অঞ্চলের বাসিন্দা তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

Comments are closed.