
মানসিক ভারসাম্যহীন মহিলা উদ্ধার শিলচরে, পাঠানো হলো ওয়ানস্টপ সেন্টারে
তারাপুর এলাকার পুলিশ কোয়ার্টারের কাছে আজ শেষ বিকেলে এক মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তারাপুর পুলিশ ফাঁড়িতে খবর পাঠান। পুলিশের কর্মকর্তারা তাড়াতাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেল, মহিলাটি প্রথমে ঘুমে থাকলেও পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছার পর ঘুম থেকে উঠে যান।মামলাটির তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানান, তারা মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
বিশেষজ্ঞ চিকিৎসকরা পরে মহিলাকে পরীক্ষা করে দেখেন। তদন্তকারী কর্মকর্তারা জানান, “চিকিৎসক যখন তার ঠিকানা সম্পর্কে প্রশ্ন করেন, তখন মহিলাটি উত্তর করেন যে তিনি হাইলাকান্দির কাটলিছড়াতে থাকেন। তবে তার মা-বাবার বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রত্যেকবার তিনি আলাদা আলাদা নাম বলেন। মহিলাটি আরো জানান যে তার বাবা মইনুল হক লস্কর ইতিমধ্যে মারা গেছেন।”
পুলিশ কর্মকর্তা আরো বলেন,” আমাদের কাছে এই মহিলাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে এবং সে কারণেই আমরা তার বিশেষ যত্ন নিয়েছি। এখন তাকে শিলচরের ওয়ানস্টপ সেন্টারে পাঠানো হয়েছে।”
পুলিশ কর্মকর্তা সেইসঙ্গে এ বিষয়ে আরো এক খবর দিয়ে বলেন, ” মহিলাকে ওয়ানস্টপ সেন্টারে পাঠানোর ঠিক পরেই এক বিবাহিত দম্পতি থানায় এসে দাবি করেন যে উদ্ধার করা মহিলাটি তাদের মেয়ে। আমি ওই দম্পতিকে জানাই যে মহিলাটি তার বাবা মারা গেছেন’ বলে উল্লেখ করেছেন। তখন ওই দম্পতি জানান যে তাদের মেয়ে মানসিক ভারসাম্যহীন।”
যেহেতু উদ্ধার করা মহিলাকে ইতিমধ্যেই ওয়ানস্টপ সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই পুলিশ কর্মকর্তা ওই দম্পতিকে আগামীকাল সকালে থানায় আসার জন্য বলেন। তখন তারা এ বিষয়ে তদন্ত করবেন। তারা শিলচর রামনগরের বাসিন্দা বলে দম্পতি উল্লেখ করেন।
Comments are closed.