
টিউশনে বেরিয়ে রহস্যজনকভাবে ১৪ দিন ধরে নিখোঁজ শিলচর রাধামাধব কলেজের ছাত্র
শিলচর রাধামাধব কলেজের বিকম অনার্স প্রথম সেমিস্টারের ছাত্র সুরোজ ভর টিউশনের উদ্দেশ্যে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন।
ঘটনাটির পর চৌদ্দ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও তার কোন খোঁজখবর মিলছে না।
উল্লেখ্য, বনবিভাগের মনিয়ারখাল রেঞ্জের ফরেস্ট গার্ড সত্য ভর পরিবার নিয়ে থাকেন শিলচর আশ্রম রোডের একটি ভাড়া ঘরে। একুশ ডিসেম্বর সকালে সত্য ভরের পুত্র সুরোজ ভর বিলপারে টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেন নি। এদিনই সত্য ভর শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে পুত্রের নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার ধলাইয়ে এসে তিনি বলেন, বাইশ ডিসেম্বর গৌহাটি সংলগ্ন সোনাপুর-ডিগারু রেলওয়ে স্টেশন থেকে সুরোজ ভরের মোবাইল ফোনটি উদ্ধার হলেও এখনও তার কোনোও সন্ধান মিলছে না।
রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় সুরোজের পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন।
Comments are closed.