বঙ্গভবনে নতুন গ্রন্থাগারের দ্বারোদ্ঘাটন হচ্ছে কাল
আগামীকাল শিলচর বঙ্গভবনে এক নতুন গ্রন্থাগারের উদ্বোধন হচ্ছে। সুরমা সাহিত্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শতবর্ষ পূর্তি ও শ্রীভূমি পত্রিকা প্রকাশের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এই গ্রন্থাগার তৈরি করা হয়েছে । পশ্চিমবঙ্গের ২ বিশিষ্ট ব্যক্তি দেবীপদ ভট্টাচার্য এবং জগদীশ ভট্টাচার্যর ব্যক্তিগত সংগ্রহের প্রায় ৪ হাজার বই দিয়ে এই গ্রন্থাগারটির যাত্রা শুরু হচ্ছে।আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থাগারের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করবেন জগদীশ ভট্টাচার্যের পুত্র রঞ্জন ভট্টাচার্য এবং দেবীপদ ভট্টাচার্যের পুত্র শুভ ভট্টাচার্য।
অনুষ্ঠানে শিলচরে অনুষ্ঠিত সুরমা সাহিত্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শতবর্ষ পূর্তি ও শ্রীভূমি পত্রিকা প্রকাশের শতবর্ষ উদযাপন সমিতির এবং বিশিষ্ট প্রাবন্ধিক আবিদ রাজা মজুমদারের ভাষা আন্দোলনের স্মৃতি গ্রন্থটি প্রকাশিত হবে। স্মরণিকা উদ্বোধন করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বনাথ রায়। ভাষা আন্দোলনের স্মৃতি গ্রন্থটি প্রকাশ করবেন অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বজিৎ চৌধুরী। গতকাল এক সাংবাদিক সম্মেলনে বঙ্গ সাহিত্য সম্মেলনের কাছাড় জেলা সমিতির সদস্যরা এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। এদিন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের তরফ থেকে তৈমুর রাজা চৌধুরী, উত্তম কুমার শাহা, দিনেন্দ্রনাথ বিশ্বাস, জয়ন্ত দেব রায়, অভিজিৎ রায়, অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা অংশ নেন।
Comments are closed.