
শিলচরে স্টেট ব্যাংকের এক আধিকারিক কোভিড পজিটিভ
অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক প্রভৃতির পর এবার বরাক উপত্যকার স্টেট ব্যাংকে ও করোনার বিস্তার ঘটল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্টেট ব্যাঙ্কের শিলচর, উকিল পট্টিস্থিত জোনাল অফিসের হিন্দি অফিসার সঞ্জিত কুমার করোণায় আক্রান্ত হয়েছেন। দু তিনদিন ধরে সঞ্জিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং গতকাল যখন তিনি ডাক্তারের পরামর্শ নেন, তখন তাকে কোভিড টেস্ট করাতে পরামর্শ দেওয়া হয়। রেপিড এন্টিজেন টেস্ট করার পর তার দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়ে, জানালেন স্টেট ব্যাংকের জোনাল অফিসের একজন আধিকারিক। ঐ অফিসার আরও বলেন, হিন্দি অফিসার হিসাবে স্টেট ব্যাংকের শাখাগুলোতে সঞ্জিতকে যেতে হয়। তাই বিগত কয়েকদিন অফিসে নিয়মিত আসেননি । অপর এক উচ্চস্তরীয় আধিকারিক জানাচ্ছেন, “সঞ্জিত জোনাল অফিসের হিন্দি অফিসার। সাধারণ গ্রাহকদের সাথে উনার কোনো সম্পর্ক নেই, তাই গ্রাহকদের আতংকিত হওয়ার কিছু নেই।”
ঐ আধিকারিক আমাদের আরও জানালেন, ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে ব্যাপারটা জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের নজরে এনেছেন এবং ব্যাংকের কার্যালয় স্যানিটাইজেশন করার ব্যবস্থা করছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সঞ্জিত যে ফ্লোরে বসেন, আপাতত তিন দিনের জন্য সেই ফ্লোর বন্ধ রাখা হবে। “যারা স্যানিটাইজেশন করেন, ওদের সাথে ও আমরা যোগাযোগ করছি; পুরো কার্যালয় স্যানিটাইজ করা হবে। তাছাড়া ঐ কার্যালয়ের অন্যান্য কর্মচারী যারা রয়েছেন তাদের ও কোভিড টেস্ট করার ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক জোনাল অফিসের ঐ আধিকারিক।
বরাক উপত্যকায় কর্মরত স্টেট ব্যাংকের কোন কর্মীর করোণায় আক্রান্ত হওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম।
Comments are closed.