Also read in

চব্বিশ ঘন্টায় মেডিকেলে মৃত তিন, ছয়টা পর্যন্ত করোনা শনাক্ত ১০৭

রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী কাছাড় জেলায় ১০৭ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০১ একজনের রেপিড অ্যান্টিজেন টেস্টে এবং ৬ জনের দেহে আরটিপিসিআর টেস্টে সংক্রমণ ধরা পড়ে।

শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, ১৩ জুন বিকেল পাঁচটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৮ জন রোগী সক্রিয় রয়েছেন। ৭৯ জন রোগী আইসিইউতে রয়েছেন, ৯৯ জন রোগী রয়েছেন কোভিড ওয়ার্ডে। ১৯ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ১২৭ জন রোগীর অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

এর আগের ২৪ ঘন্টায় ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৪ জন রোগী ছাড়া পেয়েছেন। ১০ জন রোগী হোম আইসোলেশন নিয়েছেন।

করোনা সংক্রমণের কারণে ২৪ ঘণ্টায় তিন জন রোগী মেডিক্যাল কলেজে প্রাণ হারিয়েছেন, এই তিনজনই কাছাড় জেলার বাসিন্দা।

কাছাড় জেলার গড়েরভিতর দ্বিতীয় খন্ড এলাকার বাসিন্দা ৬০ বছর বয়স্ক মৃত্যুঞ্জয় কান্তি রায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১০ জুন এবং ১২ জুন সন্ধ্যা ৭-১৫ মিনিটে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার শিলচর শহরের চাঁদমারি এলাকার বাসিন্দা ৮১ বছর বয়স্ক সিতাংশু শেখর দাশ পুরকায়স্থ বিগত ১২ জুন রাত ১০ টা ৫০ মিনিটে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ঐদিন ই ভর্তি হওয়ার ২৫ মিনিট পরে অর্থাৎ রাত ১১-১৫ মিনিটে উনার মৃত্যু হয়।

কাছাড় জেলার কুম্ভীরগ্রাম এলাকার ৪৮ বছর বয়স্ক পুলক দাস শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৩ জুন দুপুর ১টা বাজে ২৯ মিনিটে। তিনি ১৩ জুনই ভর্তি হওয়ার ২১ মিনিট পরে দুপুর ১-৫০ মিনিটে করোণা উপসর্গ নিয়ে প্রাণ হারান ।

Comments are closed.

error: Content is protected !!