
এনআইটি, শিলচরের রসায়ন বিভাগের অধ্যাপক বাবান সাম্ভারকার কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত, শোকের ছায়া
কোভিডের আরও এক শিকার; শিলচর এনআইটির রসায়ন বিভাগের অধ্যাপক ডাঃ বাবান সাম্ভারকার আর আমাদের মধ্যে নেই। “গতকাল সন্ধ্যায় তিনি করোণা আক্রান্ত হয়ে প্রাণ হারান”, জানালেন এনআইটি’র রেজিষ্ট্রার নলিন বিহারী দেব চৌধুরী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোভিড-১৯ য়ে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা ঘোষণা করা হয় উনার নিজ শহর মহারাষ্ট্রের নাগপুরের এক হাসপাতাল থেকে, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। “প্রায় কুড়ি দিন আগে তার মা পরলোকগমন করেন, যার জন্য তিনি তার নিজের শহরে গিয়ে ছিলেন । না হলে তিনি এখন শিলচর এনআইটি’র ক্যাম্পাসেই থাকতেন।” জানান রেজিষ্ট্রার। এই আকস্মিক মৃত্যু সংবাদে ছাত্র-শিক্ষক, আত্মীয়-পরিজন তথা পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে স্থাতক উত্তীর্ণ হন এবং এনআইটি, নাগপুর থেকে পিএইচডি করেন। ২০১৩ সালে তিনি এনআইটিতে সহকারি অধ্যাপক হিসেবে যোগদান করেন।
টাইমস অফ ইন্ডিয়া সূত্রে প্রাপ্ত সংবাদে জানা গেছে দেশে চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ছাড়িয়ে গেছে এবং নতুন নতুন দুঃখজনক রেকর্ড সৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে, তার পরই রয়েছে দিল্লি।
কাছাড়ের শুক্রবার ৯২ জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন যা ২০২১ সালের সর্বোচ্চ।
Comments are closed.