
বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ চন্দ্রশেখর দাস প্রয়াত
এতদঞ্চলের খ্যাতনামা চাইল্ড স্পেশালিস্ট তথা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রাক্তন প্রধান ডাঃ চন্দ্রশেখর দাস আজ সন্ধ্যায় এক বেসরকারি নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবারের পক্ষ থেকে উনার ভাগ্নি মিতালি দাস আমাদেরকে এই সংবাদটি জানান।
গত ১৬ই ফেব্রূয়ারি নিজ বাসভবনে বমি ও হিচকি শুরু হওয়ায় পরিবারের লোকজন ডাক্তার চন্দ্রশেখর দাসকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বমি ও হিচকি বন্ধ হলেও উনার কথা অস্পষ্ট হয়ে পড়ে। ১৭ই ফেব্রূয়ারি স্ক্যানের পর মস্তিষ্কের এক বড়োসড়ো অংশে রক্ত জমে আছে ধরা পড়ে। তার পর থেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন ডাক্তার চন্দ্রশেখর দাস।
তিনি রেখে গেলেন মেয়ে ডাঃ লোপামুদ্রা দাস রায়, ছেলে কুমারদীপ দাস এবং স্ত্রী রিনা দাস সহ অসংখ্য গুণমুগ্ধকে।
Comments are closed.