
কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সৈনিকের মৃত্যু
কাবুগঞ্জ বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত প্রবীণ সেনাকর্মী নিহত হয়েছেন। শিলচর- আইজল ৩০৬ নং জাতীয় সড়কের পাকইপাড় এলাকায় আজ বিকেল সাড়ে তিনটে দুর্ঘটনাটি ঘটে। একটি বোলারো পিকআপ ট্রাক সত্তরোর্ধ্ব অনিল কুমার সিনহাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন শিলচর-আইজল জাতীয় সড়ক অবরোধ করে রাখে। ঘটনার পর ধলাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরিস্থিতির আরও অবনতি থেকে সামাল দিতে ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রীও ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ ছিল; ওসি ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে দফায় দফায় কথোপকথন শেষে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেয়।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। অনিল কুমার সিনহার দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যু এলাকাবাসীকে হতবাক করেছে এবং তারা এই প্রবীণ ব্যক্তির মৃত্যুতে শোক করছে।
Comments are closed.