শনিবারে বরাক উপত্যকায় ১১৭ জন কোভিড পজিটিভ, মৃত এক
শুক্রবার উপত্যকা জুড়ে ১১৭ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে যা পূর্ববর্তী দিনগুলির তুলনায় অনেক কম।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন রোগী সংকটজনক অবস্থায় রয়েছেন, ৪৯ জনকে অক্সিজেন দেওয়া হচ্ছে, ১৬ জন রোগী আইসিইউতে রয়েছেন যার মধ্যে দুইজন ভেন্টিলেশনে আছেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন, কাছাড় জেলায় শনিবার কোভিড ওয়ার্ডে একজন মৃত্যুমুখে পতিত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তি শিলচর শহরতলির দ্বিতীয় লিংক রোড এলাকার বাসিন্দা ৬২ বছর বয়স্ক সুধাংশু শেখর দাস।
শনিবার মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন রোগী ভর্তি হয়েছেন এবং সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ১৯৯ জন রোগীর চিকিৎসা চলছে মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে।
করিমগঞ্জ জেলায় বিগত দিনগুলোতে সংক্রমণের হঠাৎ বৃদ্ধি ঘটলে ও শনিবার ৩৩ জন রোগী পজিটিভ শনাক্ত হয়েছেন; এর মধ্যে ২৯ জন রেপিড টেস্টের মাধ্যমে।
হাইলাকান্দি জেলার শনিবার ১৯ জন ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা নিয়ে হাইলাকান্দি জেলার সর্ব মোট আক্রান্তের সংখ্যা ২৭৩৯।
তবে, গতকাল রাজ্যে এ পর্যন্ত সর্বাধিক সংখ্যক কোভিড পজিটিভ রোগীর মৃত্যুর ঘটেছে যা রীতিমতো উদ্বেগজনক।
প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত ব্যাক্তিরা হলেন, ডিব্রুগড়ের রনধীর গোয়ালা (৪৫), প্রদীপ দত্ত(৬০); শিবসাগরের ধনেশ্বর শইকীয়া(৬৯), চন্দ্র গগৈ(৬২), গোলাঘাটের সাবিনা বেগম (৩৬), অরূপ শইকীয়া(৬৮), নকুল চন্দ্র বড়ো(৫৭), আনন্দ বড়ুয়া(৬১); বরপেটার অর্জুন চন্দ্র দাস(৮৫), উদালগুরির বিমল দেবনাথ(৬২), অমলেন্দু চক্রবর্তী(৭১); গোয়ালপাড়ার সারদা সাউদ(৫৫); জোরহাটের রমেশ প্রসাদ বুধিয়া(৬৮); শোণিতপুরের তোসেশ্বর শর্মা(৭৮), মহন্তা মন্ডল (৭৭), কমল বাসফোর(৬৫); কার্বি আংলং এর আব্দুর রহমান(৪৫), লখিমপুরের দীপেন বরপাত্র পাত্র গোহাই(৩৯); কামরূপ-গ্রামীন এর নমান বড়ো(৭৮), কামরূপ মেট্রোর অসীম চ্যাটার্জী(৭৪), আরাধনা ডেকা(৬০); নলবারি সাকিনা বেগম(৬১)।
Comments are closed.