Also read in

কাছাড়ে কোভিড পজিটিভ ১৩৩, করিমগঞ্জে ২৭, হাইলাকান্দিতে ৪৫, গত ২৪ ঘন্টায় মেডিক্যাল কলেজে কোন মৃত্যুর ঘটনা নেই

বেশ অনেকদিন পর আবার কাছাড়ে একদিনে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রেপিড অ্যান্টিজেন টেস্ট কিট ব্যবহার করে ৬০৯৬টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ‘আর টি- পি সি আর’ এর মাধ্যমে স্যাম্পল পরীক্ষায় দশজন করোনা আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে কাছাড়ে মোট ১৩৩ জন করোনা আক্রান্ত বলে জানানো হয়।

করিমগঞ্জ জেলায়ও টেস্টের সংখ্যা আজ অনেক বেশি ছিল। করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী রেপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৩৭২৩টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। টেস্টের সংখ্যা অধিক হলেও কেবল মাত্র ২৭ জন করোনায় আক্রান্ত বলে জানানো হয়। করিমগঞ্জের বিভিন্ন হাসপাতাল থেকে ৩৬ জন রোগীকে ছাড়া হয়েছে।

মঙ্গলবার হাইলাকান্দিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫। সবমিলিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৬৪। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কর্তৃপক্ষ জানান, ৪৫ টি কোভিড পজিটিভের মধ্যে ৪২ টি রেপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ধরা পড়েছে। মঙ্গলবার মোট ৩৫১৮ টি সোয়াব স্যাম্পল নেওয়া হয়েছে।

এদিকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১৪ জন রোগী কোভিড ওয়ার্ডে ভর্তি হয়েছেন। অন্যদিকে ১০ জন রোগীকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সেটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ড: ভাস্কর গুপ্ত জানান, বর্তমানে হাসপাতলে ১১২ জন রোগী রয়েছেন। ১৬ জন রোগী আইসিইউ’তে রয়েছেন এবং দুজনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।১৮ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয় এবং আটজনকে অক্সিজেনের সাহায্য নিতে হচ্ছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে কোনও মৃত্যুর খবর নেই।

Comments are closed.

error: Content is protected !!