Also read in

মহাসড়কে জোড়া সড়ক দুর্ঘটনা: নিহত এক ও আহত তিন

বৃহস্পতিবার উধারবন্দ এলাকাধীন মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা নাগাদ উধারবন্দ থানার অন্তর্গত হিংজুরিপাড় এলাকায়। শিলচরের দিক থেকে ডলুর দিকে যাওয়া একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ডিভাইডারে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। অটোরিকশাটি উল্টে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অটোরিকশার চালক ও অপর একজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে । গুরুতর জখম হওয়া যাত্রীদের অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। উধারবন্দ পুলিশও দুর্ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই নিবন্ধটি লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দ্বিতীয় দুর্ঘটনায় মহাসড়কের চর মাইল এলাকায় একটি বাইক ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হন। নিহত যুবকের নাম পঞ্চম দে: তিনি কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা। অপর একজন গুরুতর আহত ব্যক্তির নাম এই নিবন্ধটি লেখার সময় পর্যন্ত জানা যায়নি। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে চিকিৎসার জন্য উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে তাদের জখমের গুরুত্ব বিবেচনা করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও, পঞ্চম দেকে বাঁচানো যায়নি এবং এসএমসিএইচে পৌঁছে মারা যান তিনি।

ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য উধারবন্দ মহাসড়কে উন্নত সড়ক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরল দুর্ঘটনাগুলো।

Comments are closed.

error: Content is protected !!