Also read in

15-year-old boy dies in a road accident in Madhurband; Deputy Speaker rushes to the spot

মধুরবন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো স্কুল পড়ুয়া

আজ দুপুর সাড়ে এগারোটা নাগাদ শিলচর শহরতলীর মধুরবন্দ এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল পড়ুয়া এক কিশোরের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাগাডহর তৃতীয় খন্ডের বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী সেবুল উদ্দিন উদ্দিন মজুমদারের ১৫ বছরের ছেলে মাহবুব আহমেদ মজুমদার এক পালসার বাইক নিয়ে সজোরে ধাক্কা মারে এক গাড়ির পেছনে।

প্রত্যক্ষদর্শীর অভিযোগ, ওল্ড লক্ষীপুর রোডের রাস্তার অবস্থা অনেকদিন ধরে খুবই সঙ্গিন। সামনের লরি হঠাৎ করে থামিয়ে দেওয়ায় মাহবুব ভাঙাচোরা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে  পালসার বাইক নিয়ে সজোরে   লরির পিছনে ধাক্কা মারে।  ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু ঘটে।

ঘটনার পর স্থানীয় জনতা পথ অবরোধ করেন, ছুটে আসে পুলিশ। ততক্ষণে লরির চালক গা ঢাকা দেয়। ছুটে আসেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর; উপাধ্যক্ষ ক্ষুব্ধ  জনগণকে শান্ত করেন। পুলিশ  মাহবুবের প্রাণহীন দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে এবং অভিশপ্ত বাইক ও লরি  থানায় নিয়ে যায়।

Comments are closed.

error: Content is protected !!