ABVP organises Bike rally at Silchar on Republic Day
যথাযোগ্য মর্যাদায় ৭০ তম প্রজাতন্ত্র দিবস পালন করল এবিভিপি’র শিলচর শাখা। এদিন সকালে রাঙিরখাড়িস্থিত পরিষদের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন পরিষদের শিলচর শাখার সভাপতি অধ্যাপক রতন কুমার দাস এবং সম্পাদক তমোজিৎ দাস।
এদিন পরিষদের পক্ষ থেকে ‘তিরঙ্গা যাত্রা’ বাইক রেলীর আয়োজন করা হয়।দেশাত্মবোধক সঙ্গীত সহযোগে এই তিরঙ্গা যাত্রাতে প্রায় শতাধিক মোটরবাইক অংশগ্রহণ করে। রাঙিরখাড়ি থেকে শুরু হওয়া এই রেলী প্রেমতলা,শিলংপট্টি, সদরঘাট,ইন্ডিয়া ক্লাব, অম্বিকাপট্টি কলেজ রোজ,আশ্রম রোড,ন্যাশনাল হাইওয়ে দিয়ে দেশাত্মবোধক সঙ্গীত ও ভারতমাতার জয়ধ্বনি সহযোগে মানুষের মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগিয়ে এবিভিপি’র কার্যালয় সম্মুখে সমাপ্ত হয়।
এদিনের সামগ্রিক কার্যক্রমে উপস্থিত ছিলেন এবিভিপি’র রাষ্ট্রীয় কার্যকারিণী সমিতির সদস্যা কাবেরী নাগ, আসাম প্রদেশ যুগ্ম সম্পাদক রাজদীপ কর সহ শিলচর শাখার কর্মকর্তারা।।
এদিকে এবিভিপি আসাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সম্পাদক সাগর বস্তোলা, বিস্তারিকা সুচরিতা রায় প্রমুখ।।
Comments are closed.