Also read in

After 10 months, Udharbond Heart care centre to start again from Sunday

দীর্ঘ দশমাস পর ফের চালু হতে যাচ্ছে উধারবন্দ টেবিল টেনিস ক্লাবের চ্যারিটেবল হার্ট কেয়ার সেন্টার। করোনার জন্য গতবছরের মার্চ মাস থেকেই সেন্টারের নিয়মিত চিকিৎসা শিবির বন্ধ ছিল। নতুন বছরের প্রথম মাস থেকেই ফের চালু হচ্ছে এই সেন্টার।

আগামী রবিবার জানুয়ারি মাসের চিকিৎসা হবে। কার্ডিওলজি ও ইউরোলজি বিভাগে রোগীরা প্রাথমিক চিকিৎসা করাতে পারবেন। এই দুই বিভাগে যথারীতি রোগী দেখবেন ডা দীপঙ্কর দেব ও ডা অনিরুদ্ধ বিশ্বাস। ইএনটি বিভাগ আপাতত চালু হচ্ছে না।

করোনার নিয়ম মেনেই চালু হবে এই সেন্টার। রোগীদের থার্মাল স্ক্রিনিং ও সেনিটাইজারের ব্যবস্থা থাকবে। প্রত্যেক রোগীর মাস্ক পরাটা বাধ্যতামূলক। ইতিমধ্যেই এ ব্যাপারে কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কাছ থেকে সেন্টারের পক্ষে অনুমতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই সেন্টার করোনা ও লকডাউনের জন্য বন্ধ থাকায় বৃহত্তর উধারবন্দ, বড়খলা, লক্ষীপুর সহ শিলচরের দুঃস্থ রোগীরা প্রচণ্ড সমস্যায় পড়েছিলেন। বিশেষ করে হৃদরোগীদের নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়। ফলে সেন্টার চালু করার ব্যাপারে ক্লাবকে তারা অনুরোধ জানিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি প্রতিকূল থাকায় ক্লাবের পক্ষেও সেন্টার চালু করা সম্ভব হচ্ছিল না।

সেন্টারের পক্ষে জানানো হয়েছে, আগামী রবিবার সকাল আটটা থেকে ন’টার মধ্যে রোগীদের নাম লেখাতে হবে। এদিনের শিবিরে এরিস লাইফ সায়েন্সেস লিমিটেডের পক্ষ থেকে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অল্টার ইসিজি এবং সুগার পরীক্ষা করা হবে।

Comments are closed.