Also read in

Amal Krishna Bhattacharjee suspended for misappropriation of more than 40 lakh rupees

চল্লিশ লক্ষাধিক টাকা নয়ছয়ের অভিযোগে ছাঁটাই অমল কৃষ্ণ ভট্টাচার্য

দুর্নীতির দায়ে নিলম্বিত হলেন দক্ষিণ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের জামিরা গাঁও পঞ্চায়েত সেক্রেটারি অমল কৃষ্ণ ভট্টাচার্য্য। সরকারি অর্থের নয়ছয়ের ঘটনার ফলস্বরূপ তার এই নিলম্বন। তিনি পালইছড়া এবং সুলতানছড়া গাঁও পঞ্চায়েত সেক্রেটারির দায়িত্বও পালন করছিলেন। তার বিরুদ্ধে জামিরা গাঁও পঞ্চায়েতের উনিশ লক্ষ সত্তর হাজার টাকা এবং পালইছড়া সুলতানিছড়া গাঁও পঞ্চায়েতের উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয়ছয়ের অভিযোগে তাকে নিলম্বিত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সময়ে তাকে সাসপেনশনে রাখা হয়েছে।

হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত কমিশনার ডক্টর পি অশোকবাবু এই নির্দেশ জারি করেছেন।
উল্লেখ্য, এর আগে সম্প্রতি দুর্নীতির অভিযোগে হাইলাকান্দি ব্লকের একাউন্টেন্ট বিশ্বরঞ্জন ভৌমিককে পুলিশ গ্রেফতার করে। এরও আগে বছর দুয়েক আগে গ্রামোন্নয়নে দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সি এস অফিসার ধ্রুবজ্যোতি দেব, বিডিও সতনা লোধ, হিসাব রক্ষক জলাল উদ্দিন সহ সাতজন বাস্তুকারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল। পুলিশ জলাল উদ্দিনকে গ্রেফতার করলেও বাকিদের ধরতে পারে নি।।

Comments are closed.