
Assam prohibits private practice for doctors, nurses associated with government institutions
সরকারি ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের বেসরকারী প্রতিষ্ঠানে কাজে নিষেধাজ্ঞা
করোণা আবহে বিভিন্ন ধরনের জটিলতা এড়াতে সরকারি চিকিৎসক-নার্সদের প্রাইভেট প্র্যাকটিস, বেসরকারী হাসপাতাল- ক্লিনিকে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের অধীনে থাকা সমস্ত চিকিৎসক, নার্স, প্যারা মেডিকেল স্টাফকে এই নির্দেশের আওতায় রাখা হয়েছে।
সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে কেউ যাতে সংক্রমিত না হয় কিংবা অন্যের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের শরীরে যাতে সংক্রমণ না ছড়ায়, এই উদ্দেশ্যকে সামনে রেখে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব সমীর সিংহ এই নির্দেশ জারি করেছেন, এই নির্দেশ আগামী ৩১ জুলাই অবধি বহাল থাকবে।
এই নির্দেশ অমান্য করলে ১৮৯৭ সালের এপিডেমিক ডিজিজ এবং ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব সমীর কুমার সিংহ।
উল্লেখ্য, সরকারি চাকরি করেও চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করার ঘটনা আকছার ঘটে চলেছে। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালের বাইরে কোনো রোগীর মাধ্যমে স্বাস্থ্যকর্মী- চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানোর প্রয়োজন রয়েছে।
এদিকে কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের ২রা জুলাইয়ের এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, প্রাইভেট চেম্বারে কোন অবস্থায় ১০ জনের বেশি ব্যক্তি বসানো যাবে না। তাছাড়া, একজন রোগীর সাথে শুধু একজন সাহায্যকারী হিসেবে থাকতে পারে। বসার ব্যবস্থা কোভিড প্রটোকল মেনে করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে মানা। ভিড় এড়াতে বুকিং এর জন্য টেলিফোনে বা অনলাইন বুকিং এর ব্যবস্থা করতে হবে। কারোর শরীরের কোরনার কোন লক্ষণ পাওয়া গেল সাথে সাথে উপযুক্ত কর্তৃপক্ষকে তা জানাতে হবে।
Comments are closed.