Also read in

Barak valley celebrates 5th international yoga day with great enthusiasm

আজ আন্তর্জাতিক যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস। যোগের সাহায্যে প্রাচীনকাল থেকেই শারীরিক তথা মানসিক ব্যায়াম এবং আধ্যাত্বিক অনুশীলনের মাধ্যমে মানুষ সুস্থতা অর্জন করে আসছে। শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতার ক্ষেত্রেও শক্তি যোগায় এই যোগ ব্যায়াম। ভারতে এ বহুকাল থেকে প্রচলিত থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে রাষ্ট্রসঙ্ঘে ভাষণ দেওয়ার সময় ২১ জুন তারিখকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। এরপর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে।

সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো। শিলচর ইন্ডিয়া ক্লাবের ইন্ডোর স্টেডিয়ামে আজ কাছাড় জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য সমিতি ও পতঞ্জলি যোগ সমিতির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলচরে আয়োজিত সমবেত যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিরা। এদের মধ্যে ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা কবীন্দ্র পুরকায়স্থ, কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি, বিধায়ক অমর চাঁদ জৈন, বিজেপি জেলা সভাপতি কৌশিক রাই প্রমূখ।

সীমান্ত সুরক্ষা বাহিনীর কাছাড় জেলা ফ্রন্টিয়ার কাশিপুরের সিআরপিএফ, আসাম রাইফেলস, শিলচর মেডিক্যাল কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা, সরকারি প্রতিষ্ঠানে আজ যুব দিবস পালন করা হয়।

করিমগঞ্জেও একইভাবে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণে যোগ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা উপায়ুক্ত এম এস মনিবন্ধন অনুষ্ঠানের শুভারম্ভ করেন।

হাইলাকান্দিতেও উৎসাহের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উপায়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠানে হাইলাকান্দি জেলা শাসক কীর্তি জল্লি প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

এদিকে সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করল আসাম এন সি সি থার্ড বেটেলিয়ানের যুধিষ্টির সাহা ইউনিট। এ উপলক্ষে আজ এক যোগ শিবিরের আয়োজন করা হয় বিহাড়া যুধিষ্টির সাহা হাইয়ার সেকেণ্ডারি স্কুলের মাঠে। সকাল ৭ টায় বৈদিক মন্ত্রের মাধ্যমে যোগ শিবিরের শুভারম্ভ করেন পতঞ্জলির যোগ প্রশিক্ষক সুধাংশু রঞ্জন দেব। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এনসিসি কেডেটদের যোগ,প্রাণায়াম ও আসনের অভ্যাস করান যোগশিক্ষক।

সমগ্র বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-কার্যালয়, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা,ক্রীড়া সংস্থার প্রতিনিধি তথা বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তি সহ সাধারন জনগন যোগ দিবস পালন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

যোগ শারীরিক স্বাস্থ্য বজায় রাখার সঙ্গে সঙ্গে মানসিক ভারসাম্য বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করে বলে যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিভিন্ন অনুষ্ঠানে সব বক্তাই দৈনন্দিন জীবনে যোগ ব্যায়ামের ইতিবাচক দিকের কথা উল্লেখ করে যোগ ব্যায়াম শারীরিক এবং মানসিকভাবেও প্রত্যেককে দৃঢ় করে তুলতে পারে বলে উল্লেখ করেন।

Comments are closed.

error: Content is protected !!