Bhanga traveller accident : death toll rises to four
শিলচর করিমগঞ্জ সড়কের ভাঙ্গাতে ট্রাভেলার দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হল। এই নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা চার।
এই দুর্ঘটনায় গুরুতর আহত অঙ্গনওয়াড়ি কর্মী মীরা মালাকারকে উন্নততর চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছিল। ৪২ বর্ষীয়া মালাকার শনিবার বিকেলে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মীরা মালাকারের বাড়ি করিমগঞ্জের ঘাটলাইনে । গত বুধবার করিমগঞ্জ থেকে ট্রাভেলারে মকইভাঙ্গা আসার সময় দুর্ঘটনাগ্রস্ত হন তিনি। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই
দুইজন ট্রাভেলার যাত্রী এবং এক সাইকেল আরোহী প্রাণ হারিয়েছিলেন।
একই দুর্ঘটনায় গুরুতর আহত কনকলস গ্রামের স্কুল ছাত্রী তাহেরা বেগমের জ্ঞান এখনো ফেরেনি। অবস্থা সংকটজনক থাকায় তাকে উন্নততর চিকিৎসার জন্য শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments are closed.