Also read in

BJP leader accused of forgery, arrested with fake passport

বাংলাদেশী পাসপোর্ট !  জালিয়াতির অভিয়োগে গ্রেফতার বিজেপি নেতা

বাংলাদেশের ঠিকানায় পাসপোর্ট  তৈরি করে জালিয়াতির দায়ে হাইলাকান্দিতে গ্রেফতার হলেন   বিজেপির এক সংখ্যালঘু নেতা।। হাইলাকান্দি পুলিশ হাইলাকান্দি শহর লাগোয়া নারাইনপুরের বাসিন্দা ফরিদুল হুসেন লস্কর ওরফে মন্টু লস্করকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ধৃত  ফরিদুলের বিরুদ্ধে  অভিযোগ সে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে সে দেশের ঠিকানায় পাসপোর্ট বানিয়ে সেই  পাসপোর্টের সাহায্যে ফের ভারতে প্রবেশ করে হাইলাকান্দি জেলায় বাস করছে।  সে আবার
ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় নেতা হিসাবে  হাইলাকান্দিতে  পরিচিত।

ফরিদুলের  এ কান্ড  নিয়ে  মুখ খোলেন তারই প্রতিবেশী বিলাল আহামেদ হাজারি।  তার অভিয়োগ,  ফরিদুল হুসেন বাংলাদেশে গিয়ে সেখানকার পরিচয় নিয়ে বাংলাদেশী পাসপোর্ট  তৈরি করে। আর  সেই পাসপোর্টের সাহায্যে আবার ভারতে এসে নারাইনপুর গ্রামের বাসিন্দা হিসাবে নিজের এবং পরিবারের সদস্যদের নাম এনআরসি-তে অন্তর্ভুক্ত করেছেন।   তিনি প্রশ্ন তুলে বলেন, যে ব্যাক্তি বাংলাদেশী নাগরিকের পরিচয়ে পাসপোর্ট বানিয়ে ভারতে প্রবেশ করে সেই ব্যাক্তির নাম কি করে এনআরসি-তে অন্তর্ভুক্ত হল ।

বিলাল  আহমেদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে  হাইলাকান্দি পুলিশ।  এবং  বৃহস্পতিবার রাতে ফরিদুলকে তার নারাইনপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে।  ধৃত  ফরিদুলকে   হাইলাকান্দি থানায়  রেখে জিজ্ঞাসাবাদ  চালাচ্ছে পুলিশ।
হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার  জগদীশ দাস  জানান পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ফরিদুলকে গ্রেফতার করে  তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির  ৪২০/৪৬৮/৪৭১ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য,  ধৃত ফরিজুলের  প্রতিবেশী বিলাল আহমেদ  সম্প্রতি   নারাইনপুর এলাকার এনআরসি সেবাকেন্দ্রে ফরিদুলের নাম এন আর সি-তে নথিভুক্ত হওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।  যদিও  ফরিদুল সাথে সাথেই বিলালের অভিযোগের  তীব্র আপত্তি জানিয়েছিলেন।   উত্থাপিত  অভিযোগকে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি  প্রতিক্রিয়া ব্যাক্ত করেছিলেন। তার মতে যেহেতু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত তাই তার ভাবমূর্তি নষ্ট করার জন্য বিরোধীরা এধরনের অপপ্রচার চালাচ্ছেন।

এদিকে বিজেপির সঙ্গে  ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এক নেতার জালিয়াতির অভিযোগে গ্রেফতারের ঘটনায়  জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।  জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ জানান  ফরিদুলের গ্রেফতারের সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।

Comments are closed.

error: Content is protected !!