Bridegroom's name is not in draft NRC list: Marriage cancelled
বিয়ের সব কিছু ঠিকঠাক কিন্তু বাঁধ সাধলো এনআরসি- পাত্রের নাম নেই এনআরসির খসড়ায়। তাই বেঁকে বসলেন পাত্রীর বাবা।
ঘটনা শিলচর শহরতলির বেরেঙ্গা পঞ্চম খন্ডের নয়াগ্রাম এলাকার। প্রতিবেশী দিলোয়ার হোসেন লস্করের সঙ্গে নিজের মেয়ের(২০) বিবাহ সাব্যস্ত হলে পাত্রীর বাবা মুজিবুর রহমান বড়ভুইয়া (পরিবর্তিত নাম) জানতে চান পাত্রের নাম এনআরসির খসড়া তালিকায় উঠেছে কিনা, এতে ক্ষেপে উঠেন পাত্রপক্ষ। তখন বড়ভূঁইয়ার সন্দেহ হওয়ায় তিনি খবর নিয়ে জানতে পারেন পাত্রের নাম এনআরসি তালিকায় নেই। তাই এই পাত্রের সাথে মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই উঠে না, জানান তিনি।
তবে দিলোয়ার হোসেন দমবার পাত্র নন, সাব্যস্ত হওয়া বিয়ে এই ভাবে ভেঙ্গে দেওয়াকে মেনে নিতে পারলেন না তিনি। ফলত পাত্রীকে নিয়ে পালিয়ে যান দিলওয়ার, অপহরণের অভিযোগ এনে শনিবার থানায় মামলা করেছেন পাত্রীর বাবা। পাত্র দিলোয়ারসহ তার আত্মীয় কাবুল হোসেন লস্কর ও সেবুল হোসেন লস্করকেও অভিযুক্ত করেছেন তিনি।
অপহরণের অভিযোগ জানালেও পাত্র পক্ষের দাবি এটা মোটেই অপহরণ নয়, দুজনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে উভয়ের সম্মতিতেই দুজন সরে পড়েছেন। আর ৩১ আগস্ট প্রকাশিতব্য এনআরসি তালিকায় পাত্রের নাম উঠছেই, নিশ্চিত তার আত্মীয়-স্বজনরা।
যাইহোক, জাতীয় নাগরিক পঞ্জির কারণে অনেক আত্মহত্যা, দুর্ঘটনার পর এবার বিয়ে ভাঙার দায়েও ভিলেন হিসেবে অভিযুক্ত হলো এনআরসি।
Comments are closed.