Also read in

By utilizing the Islamic knowledge, Europe is at the peak of progress. Where as muslims are involved in clashes amongst brothers, regrets Gulam Nabi.

ইসলামী যুগের বিদ্যাকে কাজে লাগিয়ে  ইউরোপের দেশ যখন উন্নতির শিখরে, ঠিক তখনই  মুসলিমরা  ভ্রাতৃঘাতী সংঘর্ষে লিপ্ত থাকায় রীতিমতো আক্ষেপ করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম নবী আজাদ ।।

সোমবার কাটলিছড়ার সাহাবাদ বাইপাসে আলমারকাজুল মিল্লির দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন ও জ্বামিয়া ইছলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে   গোলাম নবী আজাদ   ইসলামের সোনালী যুগের ইতিহাস তুলে ধরে বলেন, অংক শাস্ত্র মুসলমানদের অবদান।  সেই  যুগে শিক্ষার সাথে আধুনিক অংক, বিজ্ঞান, অর্থশাস্ত্র,  পদার্থ বিদ্যা, জীববিদ্যা, উদ্ভিদ বিদ্যা পাঠদান করা হত। সে যুগের  চিকিৎসা শাস্ত্র ছিল উন্নত।  ইসলামী যুগের সেই বিদ্যাকে অনুসরণ করে ইউরোপের দেশ সমুহ আজ উন্নতির চরম শিখরে পৌঁছেছে ।  অথচ ইসলামিক দেশ সমুহ  শুধুই ভ্রাতৃঘাতী সংঘর্ষে লিপ্ত হচ্ছে।  যার ফলে  সেই ইসলামী দেশ সমুহ আজ সংকটে পড়েছে ।

তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ জীবন যাপনে তৃপ্তি আছে,সুখ আছে ।  কিন্ত অশান্ত সমাজে  ধনী হয়েও সুখ শান্তি  নেই।  তাই অশান্তির জীবনে প্রাচুর্যের অধিকারী  হওয়ার চেয়ে শান্তিপূর্ণ পরিবেশে গরীবের জীবন যাপন অনেক তৃপ্তির  ও সুখের ।। হিন্দু মুসলমানকে আর মুসলমান হিন্দুকে আক্রমণ করে ধনী হওয়ার চাইতে  প্রেম,  ভালবাসা সৌহার্দ্যপূর্ণ  গরীবি  সমাজ অনেক ভাল। তিনি বলেন,   যেখানে শান্তি নেই সেখানে  সুখ নেই।  কিন্ত আজ দুঃখজনকভাবে বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশে  অশান্তি  মাথাচাড়া দিয়ে উঠেছে। পাকিস্তান,   ইরাক, সিরিয়া সোমালিয়া,  ইজিপ্ট, আফগানিস্তান সহ বিভিন্ন ইসলামিক দেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ওই সব দেশে আজ অশান্তি বিরাজ করছে; মুসলমান মুসলমানের বিরুদ্ধে লড়ছে।  কাশ্মীরেও মুসলমান মুসলমানকে মারছে । মুসলিমরা ইসলাম ধর্মের আদর্শ থেকে  দূরে সরে যাওয়ার ফলে অশান্তি ছড়াচ্ছে।  তাই ইসলাম ধর্মের  আদর্শ মেনে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের ডাক দেন গোলাম নবী আজাদ ।  বলেন,  অন্য ধর্মাবলম্বীদের দিকে আংগুল তোলার আগে  নিজেদের দুর্বলতা সংশোধন করুন।। বলেন, বিদ্বেষ ইসলামের প্রধান শত্রু।  তাই  যে সব রাজনীতিবিদরা বিদ্বেষ ছড়ান তাদের থেকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকজনকে দূরে থাকার আহবান জানান তিনি।

গোলাম নবী আজাদ এদিন আরো বলেন, বিশ্বের বিভিন্ন ইসলামিক রাস্ট্রের মুসলমানদের চাইতে ভারতের মুসলমানরা অনেক বেশি স্বাধীন ভাবে জীবন যাপন করছে।  মওলানা ইউছুফ আলির পৌরোহিত্যে আয়োজিত প্রকাশ্য অধিবেশনে এদিন অন্যদের মধ্যে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়,  কংগ্রেস নেতা সিদ্দেক আহমদ,  বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, এপিসিসি সম্পাদক দিলোয়ার হোসেন বড়ভুইয়া,  অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, উত্তর প্রদেশের মিরাটের শ্বেয়খুল হাদিস হজরত মওলানা মাহফুজুর রাহমান শাহীন জামালি, ড হিফজুর রহমান, শ্বেখ হজরত মওলানা হুছাইন আহমদ বড়ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে  জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্কর,  যুব কংগ্রেস নেতা অপুর্ব ভট্টাচার্য,  প্রাক্তন সাংসদ ললিত  মোহন  শুক্লবৈদ্য,  কমরুল ইসলাম,  মওলানা আব্দুল বাসিত, মজিবুর রহমান , স্বরূপ দাস,   প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে  এদিন হাইলাকান্দি এসে গোলাম নবী আজাদ প্রথমে  প্রয়াত আমিরে শরীয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়ার রাঙ্গাউটির বাড়িতে গিয়ে  শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । তারপর তিনি প্রয়াতের  বাড়িতে জিয়ারত করেন । সেখান থেকে ফিরে এসে তিনি  জেলাকংগ্রেস ভবনে দলীয় কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।  জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্করের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  বক্তব্য রাখতে গিয়ে তিনি বিভিন্নভাবে  বর্তমান সরকারের সমালোচনা করেন ।  আজাদ  বলেন এই দেশ সকলের, সবাই মিলে এক পরিবার। বর্তমানে সেই পরিবেশকে নষ্ট করার চক্রান্ত  চলছে  বলে তিনি ক্ষোভ ব্যাক্ত করেন । পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বরাকের দুটো আসন জিততে লোকসভা ভোটের প্রস্তুতি আরম্ভ করতে দলীয় কর্মীদের প্রতি  আহ্বান জানান তিনি  ।

হাইলাকান্দিতে কংগ্রেস কর্মীদের উদ্দেশে  আজাদ ছাড়াও শিলচরের সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এবং সিদ্দেক  আহমেদ, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ  , হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি জয়নাল উদ্দিন লস্কর এবং কংগ্রেস নেতা অপূর্ব ভট্টাচার্য  প্রমুখ বক্তব্য রাখেন ।

Comments are closed.