Also read in

Crescent Moon Sighted, Eid to be Observed Tomorrow

আগামীকাল বরাক উপত্যকার তিন জেলায়ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস রোজা পালনের পর পশ্চিম আকাশে চাঁদ দেখা দেওয়ায় আগামীকাল ঈদ পালিত হচ্ছে, হিলাল কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে।

এই উপলক্ষে সকল মসজিদ এবং ঈদগা ময়দানগুলো সাজিয়ে তোলা হচ্ছে। শিলচর ইটখোলা ঈদগায় আগামীকাল সকাল ন’টায় ঈদের নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্কর।

হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আবেদন রাখা হয়েছে। হাইলাকান্দির পুলিশ সুপার মহনিশ মিশ্র জানিয়েছেন যে, জেলার সবগুলো মসজিদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আগামীকাল সকাল ন’টায় টাউন দক্ষিণ ঈদগায় মওলানা তইবুর রহমান লস্কর ঈদের নামাজ পরিচালনা করবেন। কাটলিছড়া বাস স্ট্যান্ড মসজিদে সকাল ৮-৩০ মিনিটে মৌলানা সারিমুল হক লস্কর এবং শিলচর রোডের হাজি মোবারক আলি ঈদগায় সকাল সাড়ে নটায় নামাজ পরিচালনা করবেন আরিফ উদ্দিন।

করিমগঞ্জ টাউন ঈদগায় আগামীকাল নামাজ পরিচালনা করবেন পুনে থেকে আগত দারুল উলুমের অধ্যক্ষ রাজিন আশরাফ।

ঈদ উপলক্ষে আসামের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ ব্লকের নেতা মন্ত্রীরাও শুভেচ্ছা জানিয়েছেন।

Comments are closed.