
Cylinder carrying Magic truck kills 4 year old Rahul ahmed
বদরপুর এলাকায় ফের সড়ক দুর্ঘটনা, গতকাল দুপুর বারোটা নাগাদ বদরপুর এস টি রোডের এএসটিসি কমপ্লেক্সের সামনের রাস্তায় সিলিন্ডার ভর্তি ম্যাজিক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চার বছরের এক শিশুর। মা বাবার সাথে নিজ বাড়ি করিমগঞ্জের এরালিগুল থেকে হারাঙ্গাজাও বেড়াতে গিয়ে বৃহস্পতিবার বাড়িতে আর ফেরা হল না রাহুল আহমেদের। হারাঙ্গজাও থেকে একটা ক্রুজার গাড়ি করে বদরপুর আসেন তারা, ৬ নম্বর জাতীয় সড়কের এসটি রোডের পাশে দাঁড়িয়ে করিমগঞ্জ অভিমুখী বাসের অপেক্ষা করছিলেন তারা, তখন বদরপুর ইলোরা গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার ভর্তি এএস-১১ ৫৮০৪ নম্বরের ম্যাজিক ট্রাক পার্কিং করতে এসে সজোরে ধাক্কা মারে মা বাবার সঙ্গে দাঁড়িয়ে থাকা রাহুলকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে নিয়ে যান বদরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু ততক্ষণে সবশেষ।
এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ম্যাজিক চালক গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ প্রার্থী কে জব্দ করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য মৃতদেহ প্রেরণ করা হয় করিমগঞ্জ সিভিল হাসপাতাল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, করিমগঞ্জ জেলার বারইগ্রাম এরালিগুল বান্দরকোনা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুফিয়ান আহমেদের পুত্র রাহুল আহমেদ।
Comments are closed.