
Diamond worth Rs.10 crore: Assam Rifles and Police arrest two women in Hailakandi
হাইলাকান্দির মনাছড়া এলাকার ১৫৪ নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে দুই মহিলার কাছ থেকে প্রায় দশ কোটি টাকা মূল্যের কাঁচা হীরা উদ্ধার সহ দুই মহিলাকে আটক করল আসাম রাইফেলস।মঙ্গলবার বেলা আড়াইটা নাগাদ ২৯ আসাম রাইফেলস ও লালা পুলিশের একটি দল যৌথভাবে মনাছড়া ব্লক এলাকায় একটি অটো গাড়িতে তল্লাশি চালিয়ে জনৈকা মনিয়া সাংমা (৫৮) নামের মহিলার ব্যাগ থেকে ১৬৬৭ গ্রাম হীরা উদ্ধার করে।
জানা যায়,মনিয়ার বাড়ি লঙ্কার দেরাপথারে। সেনা ও পুলিশ বাহিনী সাথে সাথেই অটোতে থাকা মনিয়া সাংমা ও তার সাথী হোজাইর মিনতি সাংমা ( ৪৬ )কে আটক করে লালা থানায় নিয়ে আসে । আসাম রাইফেলসের ক্যাপ্টেন বিবেক চৌহানের নেতৃত্বে এদিন সেনা ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়।৷ পরে ২৯ আসাম রাইফেলসের পক্ষে ক্যাপ্টেন বিবেক চৌহান লালা থানায় ১৬৬৭ গ্রাম হীরা সমঝে দিয়ে একটি এজাহার জমা দেন।
পুলিশ এজাহারের ভিত্তিতে হীরা বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই মহিলাকে গ্রেফতার করে। লালা পুলিশ থানায় ধৃত লঙ্কা দেরাপথারের বাসিন্দা মনিয়া চাকমা জানায় , তার এক মাসতুতো ভাই মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে গিয়ে ওই হীরা পায় এবং তা বিক্রি করার জন্য তাকে সমঝে দেয়। তখন লঙ্কার এক ব্যক্তি তাকে হাইলাকান্দির খদ্দেরের সন্ধান দেয়। মোবাইল মারফত ঘটে যোগাযোগ। যথারীতি মাসতুতো বোন মিনতি সাংমাকে সঙ্গে নিয়ে লামডিং থেকে ট্রেনে চড়ে সকালে বদরপুর পৌঁছান।সেখান থেকে অটো নিয়ে মনাছড়া আসেন। ওই হীরা সম্পর্কে মাসতুতো বোন মিনতি সাংমা কিছুই জানেনা। তাকে তিনিই সাথে করে নিয়ে এসেছেন।
লালা থানায় একটি বেঞ্চে বসে সংবাদ মাধ্যমের কাছে মনিয়া চাকমা অভিযোগ করে বলেন, তার সাথে থাকা হীরা পুলিশ ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। তার সাথে অনেক বেশি হীরা ছিল। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বলা হয়েছে, ১৬৬৭ গ্রাম কাঁচা হীরা জব্দ করা হয়েছে।।
Comments are closed.