Also read in

Family unrest : Husband himself kills his teacher wife

নিউ আলিপুরে বাপের বাড়ি , উধারবন্দ এলাকার নগর চা বাগানে এক বেসরকারি স্কুলে শিক্ষিকা ছিলেন আর্যা সুরেন, থাকতেন মধুরা নতুন কলোনি এলাকায়। খ্রিস্ট ধর্মাবলম্বী সুরেন বছরখানেক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মিঠুন সেনাপতিকে । বিয়ের পর নাম পাল্টে হয়েছিলেন অনিমা সেনাপতি।

সেই অনিমাকে পারিবারিক ঝগড়া-বিবাদে নিজ হাতে গলা টিপে খুন করলেন স্বামী মিঠুন সেনাপতি(৩৩)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লকডাউনে পেশায় যানচালক মিঠুনের রুজি-রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, স্ত্রীর রোজগারেই চলছিল সংসার। বৃহস্পতিবার রাতে স্ত্রীর সাথে প্রচন্ড ঝগড়া বিবাদ হয়। মিঠুনের বক্তব্য অনুযায়ী অনিমা রেগে গিয়ে প্রথম মিঠুনের গলা চেপে ধরেন, তখন পাল্টা হিসেবে মিঠুন ও অনিমার গলা জোরে চেপে ধরেন, এতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় অনিমার। পাড়া প্রতিবেশীরা অনিমাকে উধারবন্দ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পাড়া-প্রতিবেশীরা মিঠুনকে পুলিশের হাতে তুলে দেয়, পুলিশ তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে হাজির করে।

মিঠুন পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন বলে জানা গেছে।

Comments are closed.

error: Content is protected !!