Fire breaks in Sonabarighat; Oil tanker burns to ashes
সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় নিজাম উদ্দিন মজুমদারের বাড়িতে তিনটি পেট্রল ট্যাঙ্কার গাড়ি রাখা ছিল। কোনও অজ্ঞাত কারণে মঙ্গলবার সন্ধ্যেবেলা একটি গাড়িতে আগুন ধরে এবং অল্পক্ষণের মধ্যেই বিরাট রূপ নেয় সেটি। এলাকাবাসীরা আগুন নেভাতে এবং কেউ কেউ আগুন ধরার মূহুর্ত সোশ্যাল মিডিয়াতে ধরতে প্রচুর পরিমাণে জড়ো হন। কিছুক্ষণের মধ্যেই তিনটি ফায়ার ব্রিগেডের গাড়ি একে একে এলাকায় এসে উপস্থিত হয়। দুটো ট্রাক অক্ষত অবস্থায় তারা সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। তবে একটি ট্যাংকার আগুনে পুড়ে ছাই হয়েছে।
খবর পেয়ে উপস্থিত হন স্থানীয় বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর এবং তার সহযোগীরা। সাধারণ মানুষের সঙ্গে তারাও আগুন নিয়ন্ত্রণে কাজে লেগে পড়েন। শেষমেষ প্রায় ঘন্টা খানেক যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির সামনের অংশে আগুন ধরার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান ফলে কোনও মানুষ এতে আহত হননি। তবে একটি ট্যাংকার সহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো হিসাব করা হয়নি তবে পরিবারের সদস্যরা বলছেন ক্ষতির পরিমাণ বেশ বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এলাকায় মানুষ এত বেশি জড়ো হয়ে গেছিলেন যে পুলিশকে বাধ্য হয়ে তাদের সরাতে হয়েছে। একসময় মনে হচ্ছিল বিশাল বড় বিস্ফোরণ হবে কেননা ট্যাংকারের ভেতর তেল ছিল এবং সেটা দাউ দাউ করে লাগাতার জ্বলছিল। এলাকাবাসীরা আশঙ্কায় বলাবলি করছিলেন এই হয়তো ফাঁটবে, কিন্তু মোবাইলের ক্যামেরা অন করে ফাঁটার দৃশ্য ক্যাপচার করার লক্ষ্যে তারা আগুনের জায়গা থেকে দূরে সরছিলেন না।
অগ্নিনির্বাপক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আগুন ধরার কারণ এখনও স্পষ্ট হয়নি তবে হয়তো ঘরের কোনও ছোটখাটো আগুন থেকে এর সূত্রপাত হয়েছে। যেহেতু তেলের ট্যাংকার ছিল এবং চারপাশে পরিবেশ অত্যন্ত দাহ্য ছিল, যেকোনো ছোট সূত্র থেকেও এত বড় আগুন ধরতে পারে। তবে আগামীতে যাতে এধরনের ঘটনা না হয় তার জন্য পরিবারের সদস্যদের বিভিন্ন সাবধানতার পদ্ধতি বুঝিয়ে দেওয়া হয়েছে।
Comments are closed.