Gautam Roy 11 beats Sujam 11 in Katlicherra football tournament
কাটলিছড়া ফুটবলে গৌতম বাহিনীর হাতে পরাজিত সুজাম বাহিনী
কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুল ময়দানে অনুষ্ঠিত সুশীল চন্দ্র পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হল লতাকান্দি সকার দল। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের স্পনসর করা লতাকান্দি সকার দলের হাতে ট্রাইব্রেকারে পরাজিত হয় বিধায়ক সুজাম উদ্দিন লস্করের স্পনসর করা গাঞ্জাখাউরি রেইনবো দল।
রবিবার অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় ট্রাইবেকারে জিতে লতাকান্দি দল, নির্ধারিত সময় গোল ১-১ ছিল। কিন্তু ট্রাইবেকারে গোলকিপারের অনভিজ্ঞতার খেসারত দিয়ে হারল গাঞ্জাখাউরী রেইনবো ক্লাব।ফলে বিপক্ষ লতাকান্দি সকার ট্রাইবেকারে ৪-৩ গোলে সুশীল চন্দ্র পাল অনুর্ধ ১৯ ফুটবল খেতাব জিতল।
এক বছর পর আজকের ফাইনাল খেলা দেখতে এখানকার চার্লমাস উচ্চতর মাধ্যমিক খেলার মাঠে দর্শকদের ভিড়ে তিল ধারনের জায়গা ছিল না।এই দর্শক সামাল দিতে মাঠের চতুর্দিকে নিরাপত্তাবাহীনী বহাল ছিল। এর কারন হল লতাকান্দি সকার দলের স্পন্সর প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আর রেইনবো ক্লাবের স্পন্সর হচ্ছেন বর্তমান বিধায়ক সুজাম উদ্দিন; বর্তমান এবং প্রাক্তন উভয়ই অতিথিদের মঞ্চে হাজির ছিলেন।যারজন্য খেলার আমেজ কিছুটা হলেও রাজনীতির কোর্টের চলে যায়।
এই চড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরনী পর্বে গৌতম, সুজাম সমর্থকরা জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করে তুলেন।আজকের খেলায় চার মিনিটের মাথায় গোল করেন রেইনবো ক্লাবের বয়েতা রংমাই এবং ৪০ মিনিটের মাথায় বল পুশ করে দুর্দান্ত গোল করে খেলায় সমতা ফেরান লতাকান্দি রাইসিং সকারের ধউনা রংমাই। উভয় দলের খেলোয়াড় ব্যবধান বাড়াতে ব্যর্থ হন। তবে রেইনবো দলের রক্ষনভাগ শক্তিশালী থাকায় অনভিজ্ঞ কিপার ইমদাদ হুসেন খুব বেশী বল সেভ করার সুযোগ পাননি।পুরো খেলায় টানটান উত্তেজনা ছিল।
আজকের খেলায় বিজয়ী দল লতাকান্দি রাইসিং সকারের হাতে হাতে ট্রফি তুলে দেন মাঠের রুপকার প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, রানার্স ট্রফি তুলে দেন বিধায়ক সুজাম উদ্দিন আর এই প্রতিযোগিতার সেরা দলের পুরস্কার ট্রফি কাটলিছড়ার প্রাক্তন খেলোয়াড় কটন দেব, ধনেশ্বর সিংহ প্রমুখ।আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার সকারের ধউনা রংমাই হাতে তুলে দেন বিজেপি নেতা রাজকুমার দাস।এই প্রতিযোগিতার বিজয়ী দল লতাকান্দি সকার দলকে পাচ হাজার টাকা এবং রেইনবো দলকে তিন হাজার টাকা দেন কাটলিছড়া হিন্দু জাগরন মঞ্চের সভাপতি প্রসাদ দেব।আজকের খেলা পরিচালনা করেন মিহির রায়,পাপ্পু চক্রবতী,বি বর্মন এবং খেলার পুরস্কার বিতরনী পর্ব সঞ্চালনা করেন প্রাক্তন খেলোয়াড় তাপস পাল। সবশেষে প্রতিযোগিতা পরিচালন কমিটির সম্পাদক উজ্জল নাগ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Comments are closed.